দাদুর লাঠি
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
দাদু দাদু যাচ্ছো কোথায়?
তিনটি পায়ের সাথে
তোমার লাঠি কেড়ে নিলে
তখন কেমন হবে?
হামাগুড়ি দেবে তুমি
ছোট্ট খোকার মতো
হরেক রকম বায়না করবে
নিত্য কতোশতো।
তোমার মুখে খাবার তুলে
দেই যদি বা আমি
বলবে তুমি একলা খাবো
বড় যে হয়েই গেছি।
তপ্তরোদে পুড়ে পুড়ে
খেলবে মাটির খেলা
আমি নাতি দেখব চেয়ে
বসবে খুশির মেলা।
রোজ সকালে হাঁটতে গেলে
বলবো তোমায় ডেকে
দাদু তোমার লাঠি নেবে?
চলবে কি তিনপায়ে?
মিষ্টি হেসে বলবে তুমি
ও দাদুভাই শোনো
বৃদ্ধ আমি হয়েছি আজ
বুড়ো হবে তুমিও।
অতি হেসে সর্বনাশে
করোনাতো ভুল
আমি ও কিন্তু তরুণ ছিলাম
আনন্দে মশগুল।।
বলছি আমার লাঠিখানা
আমায় দিয়ে দাও
কেনো বলো শুধু শুধু
লাঠিটি লুকাও?
তিনপায়েতে চলি আমি
দিন গেলো ফুরিয়ে,
তুমি নাতি ভালো থেকো
দাদু যদি যায় হারিয়ে!!
(শিশুতোষ কাব্য)
**উৎসর্গ:পৃথিবীর সব শিশুদের।