দীনেশচন্দ্র সেন ছিলেন শিক্ষাবিদ, গবেষক, লোকসাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকা । তিনি মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পৈতৃক নিবাস ঢাকা জেলার সুয়াপুর গ্রামে । পিতা ঈশ্বরচন্দ্র সেন মানিকগঞ্জ আদালতের উকিল ছিলেন । মাতা রূপলতা দেবী । কবি ও সাংবাদিক সমর সেন তাঁর পৌত্র ।
তিনি কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সে সব উপকরণের সাহায্যে ”বঙ্গভাষা ও সাহিত্য” শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন ।
- তিনি জন্মগ্রহণ করেন – ৩ নভেম্বর ১৮৬৬ সালে ।
- অন্যতম এই লেখকের শিক্ষাজীবন – তিনি জগন্নাথ স্কুল থেকে এনট্রান্স (১৯৮২), ঢাকা কলেজ থেকে এফ.এ(১৮৮৫) পাস করেন । ১৮৮৯ সালে বি.এ ডিগ্রি লাভ করেন ।
- ’মৈমনসিংহ-গীতিকা’ এর রচয়িতা – দীনেশচন্দ্র সেন ।
- ’মৈমনবিংহ গীতিকা’ ও ’পূর্ববঙ্গ গীতিকা’ সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন – দীনেশচন্দ্র সেন ।
- তাঁর সাহিত্যচর্চা শুরু হয় – কবিতা লেখার মধ্য দিয়ে ।
- দীনেশচন্দ্র সেনের শ্রেষ্ঠ কীর্তি – ’বঙ্গভাষা ও সাহিত্য’।
- বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ – ‘বঙ্গভাষা ও সাহিত্য’ ।
- তিনি বাংলার অখ্যাত পল্লী হতে পুঁতি উদ্ধার করে সে সব প্রামাণিক উপকরণকে আশ্রয় করে রচনা করেছেন – ’বঙ্গভাষা ও সাহিত্য’ ।
- তাঁর গীতিকা সংগ্রহের সহকারী ছিলেন – চন্দ্রকুমার দে এবং কবি জসীমউদ্দীন ।
- প্রাচীন আমল থেকে পলাশীর যুদ্ধ পর্যন্ত বাংলার সামাজিক ইতিহাস বিষয়ক গ্রন্থ – বৃহৎবঙ্গ ।
- তাঁর রচিত ‘পূর্ববঙ্গ গীতিকা’ প্রকাশিত হয় – ১৯২৬ সালে ।
- History of Bengali Language and Literature গ্রন্থের জন্য বহু বিদেশির প্রশংসা পেয়েছেন – দীনেশচন্দ্র সেন ।
- History of Bengali Language and Literature গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯১১ সালে ।
- তাঁর রচিত ‘বেহুলা’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯০৭ সালে ।
- ’রামায়ণী কথা’ গ্রন্থের লেখ – দীনেশচন্দ্র সেন ।
- তাঁর রচিত ‘সতী’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯০৭ সালে ।
- ’রামায়ণী কথা’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯০৪ সালে ।
দীনেশচন্দ্র সেন এর জীবনী
- The Folk Literature of Bengal গ্রন্থটির রচয়িতা – দীনেশচন্দ্র সেন ।
- The Folk Literature of Bengal গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২০ সালে ।
- তাঁর রচিত ’বঙ্গ সাহিত্য পরিচয়’ কোন জাতীয় গ্রন্থ – গবেষণা গ্রন্থ ।
- তাঁর রচিত ‘বঙ্গ সাহিত্য পরিচয়’ গবেষণা গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯১৪ সালে ।
- ’মৈমনসিংহ গীতিকা’ প্রকাশিত হয় – ১৯২৩ সালে ।
- তাঁর রচিত ’বঙ্গভাষা ও সাহিত্য’ ইতিহাস গ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৯৬ সালে ।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ’ডি, লিট’ উপাধি লাভ করেন – ১৯২১ সালে ।
- ব্রিটিশ শাসিত ভারত সরকার তাকে খেতাবে ভূষিত করেন – ‘রায় বাহাদু ‘(১৯২১ সালে) ।
- তিনি ‘জগত্তারিণী’ পুরস্কার লাভ করেন – ১৯৩৯ সালে ।
- তিনি মৃত্যুবরণ করেন – ২০ নভেম্বর ১৯৩৯ সালে কলকাতায় ।