দীনেশচন্দ্র সেন এর জীবনী ও সাহিত্যকর্ম 

দীনেশচন্দ্র সেন এর জীবনী

দীনেশচন্দ্র সেন ছিলেন শিক্ষাবিদ, গবেষক, লোকসাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকা ।  তিনি মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে জন্মগ্রহণ করেন । তাঁর পৈতৃক নিবাস ঢাকা জেলার সুয়াপুর গ্রামে । পিতা ঈশ্বরচন্দ্র সেন মানিকগঞ্জ আদালতের উকিল ছিলেন । মাতা রূপলতা দেবী । কবি ও সাংবাদিক সমর সেন তাঁর পৌত্র ।দীনেশচন্দ্র সেন

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন কালে গ্রামবাংলার বিভিন্ন অঞ্চল ঘুরে প্রাচীন বাংলার পুঁথি সংগ্রহ করেন এবং সে সব উপকরণের সাহায্যে ”বঙ্গভাষা ও সাহিত্য” শিরোনামে বাংলা সাহিত্যের ইতিহাস রচনা করেন ।

  • তিনি জন্মগ্রহণ করেন – ৩ নভেম্বর ১৮৬৬ সালে ।
  • অন্যতম এই লেখকের শিক্ষাজীবন – তিনি জগন্নাথ স্কুল থেকে এনট্রান্স (১৯৮২), ঢাকা কলেজ থেকে এফ.এ(১৮৮৫) পাস করেন । ১৮৮৯ সালে বি.এ ডিগ্রি লাভ করেন ।
  • ’মৈমনসিংহ-গীতিকা’ এর রচয়িতা – দীনেশচন্দ্র সেন ।
  • ’মৈমনবিংহ গীতিকা’ ও ’পূর্ববঙ্গ গীতিকা’ সম্পাদনা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন – দীনেশচন্দ্র সেন ।
  • তাঁর সাহিত্যচর্চা শুরু হয় – কবিতা লেখার মধ্য দিয়ে ।
  • দীনেশচন্দ্র সেনের শ্রেষ্ঠ কীর্তি – ’বঙ্গভাষা ও সাহিত্য’।
  • বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ – ‘বঙ্গভাষা ও সাহিত্য’ ।
  • তিনি বাংলার অখ্যাত পল্লী হতে পুঁতি উদ্ধার করে সে সব প্রামাণিক উপকরণকে আশ্রয় করে রচনা করেছেন – ’বঙ্গভাষা ও সাহিত্য’ ।
  • তাঁর গীতিকা সংগ্রহের সহকারী ছিলেন – চন্দ্রকুমার দে এবং কবি জসীমউদ্দীন
  • প্রাচীন আমল থেকে পলাশীর যুদ্ধ পর্যন্ত বাংলার সামাজিক ইতিহাস বিষয়ক গ্রন্থ – বৃহৎবঙ্গ ।
  • তাঁর রচিত ‘পূর্ববঙ্গ গীতিকা’ প্রকাশিত হয় – ১৯২৬ সালে ।
  • History of Bengali Language and Literature গ্রন্থের জন্য বহু বিদেশির প্রশংসা পেয়েছেন – দীনেশচন্দ্র সেন ।
  • History of Bengali Language and Literature গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯১১ সালে ।
  • তাঁর রচিত ‘বেহুলা’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯০৭ সালে ।
  • ’রামায়ণী কথা’ গ্রন্থের লেখ – দীনেশচন্দ্র সেন ।
  • তাঁর রচিত ‘সতী’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯০৭ সালে ।
  • ’রামায়ণী কথা’ গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯০৪ সালে ।

দীনেশচন্দ্র সেন এর জীবনী

  • The Folk Literature of Bengal গ্রন্থটির রচয়িতা – দীনেশচন্দ্র সেন ।
  • The Folk Literature of Bengal গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২০ সালে ।
  • তাঁর রচিত ’বঙ্গ সাহিত্য পরিচয়’ কোন জাতীয় গ্রন্থ – গবেষণা গ্রন্থ ।
  • তাঁর রচিত ‘বঙ্গ সাহিত্য পরিচয়’ গবেষণা গ্রন্থটি প্রকাশিত হয় – ১৯১৪ সালে ।
  • ’মৈমনসিংহ গীতিকা’ প্রকাশিত হয় – ১৯২৩ সালে ।
  • তাঁর রচিত ’বঙ্গভাষা ও সাহিত্য’ ইতিহাস গ্রন্থটি প্রকাশিত হয় – ১৮৯৬ সালে ।
  • তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ’ডি, লিট’ উপাধি লাভ করেন – ১৯২১ সালে ।
  • ব্রিটিশ শাসিত ভারত সরকার তাকে খেতাবে ভূষিত করেন – ‘রায় বাহাদু ‘(১৯২১ সালে)  ।
  • তিনি ‘জগত্তারিণী’ পুরস্কার লাভ করেন – ১৯৩৯ সালে ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ২০ নভেম্বর ১৯৩৯ সালে কলকাতায় ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *