দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

কোন টূর্নামেন্টে এ নিয়ে মোট পাঁচ বার ফাইনাল খেলবে বাংলাদেশ। অথচ গত চার বার ফাইনাল খেলে একবারও শিরোপা  ছুঁয়ে দেখা হয়নি। অধরা শিরোপা চুমু আঁকতে মরিয়া টিম টাইগার্স। তবে এবারের ফাইনালটা একটু ভিন্ন ধরণের। কারণ এবারই প্রথম দেশের বাইরে ফাইনাল খেলছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কাকে হটিয়ে এই যোগ্যতা অর্জন করে টিম টাইগার্স।

ইনজুরির কারণে গত দুইমাস যাবত দলের বাইরে থাকা সাকিব দলে যোগ দিয়েছেন তাই ফাইনালে উজ্জীবিত বাংলাদেশ। ফাইনালে নিজেদের সেরা শক্তি নিয়ে মাঠে নামবে টাইগাররা। সেক্ষেত্রে দীর্ঘদিন অফফর্মে থাকা সাব্বিরের জায়গায় দলে চান্স পেতে পারেন অলরাউন্ডার আরিফুল হক। এছাড়া সাকিব দলে ফেরায় বাঁহাতি স্পিনার নাজমুলের পরিবর্তে একাদশে জায়গা হতে পারে পেসার তাসকিনের।

যেহেতু প্রেমাদাসার মাঠ অনেক বড় তাই দ্রুত গতিতে বল করার জন্যই তাকে একাদশে বিবেচনা করা হচ্ছে তাসকিনকে। এছাড়া ভারতের বিপক্ষে তার রেকর্ড খুব ভালো। তাই শেষ মুহুর্তে একাদশে তাসকিনকে দেখলে অবাক হওয়অর কিছু থাকবে না।

এদিকে শ্রীলঙ্কার আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে, গত কয়েকদিনের মতো আজও কলম্বোতে বজ্রপাতসহ ঝোড়ো বৃষ্টি হতে পারে। এ নিয়ে তারা প্রতিঘন্টার প্রতিবেদন প্রকাশ করেছে তরা। প্রতিবেদনে বলা হচ্ছে, দুপুর  ১টা থেকে তিনটা পর্যন্ত ৪৭-৫১ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে।  তবে ৫-৬ টার দিকে অর্থাৎ খেলা শুরুর আগমুর্হুতে তা অনেকাংশ কমে ১৪-১৮ শতাংশে নেমে আসতে পারে। কিন্তু খেলা চলাকালীন সময়ে অর্থাৎ ৭-১০ টার মধ্যে বৃষ্টির সম্ভবনা বেড়ে ৫১% এ চলে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (অধিনায়ক), আরিফুল হক/সাব্বির, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিষ পাণ্ডে, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), বিজয় শংকর, ওয়াশিংটন সুন্দর, জয়দেব উনাদকাট, শারদুল ঠাকুর, উযবেন্দ্র চাহাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *