ওই মুক্ত বিহঙ্গের মতো আমিও নীলাকাশের নীড়ে বাসা বাঁধতে চাই।
বারবার মনের কোনেতে এই স্বপ্ন সাজাই।
যেখানে মেঘপুঞ্জ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায় নির্দ্বিধায়।
কখনো বৃষ্টি হয়ে ঝরে পড়ে ধরনীর গায়।
হোমা পাখিরা পার্থিব সুখ খুঁজে পায়।
মহাশূন্যে মাতৃত্ব আস্বাদনে সহস্র ফুট উচ্চতায় ডিম দিয়ে যায়।
ভূমি স্পর্শ করার আগেই ডিম থেকে পক্ষী শাবক আকাশে হারিয়ে যায়।
নতুন জুটিতে তারা আকাশে ঘর বানায় ।
জনম জনম ধরে নীল নিলীমায় হোমা পাখিগুলো ডানা ঝাপটায়।
আমিও তেমনি করে হারাবো বন্ধু
চির সুখের ঠিকানায়।
চির সুখের ঠিকানায়।
যদি শুভ্র সুদূর নীলে মেঘমালা পাশে রেখে আমায় নিয়ে যাও তোমার নীলিমায়।
ঠিক পাখির মতোই বাধবো আমার ঘর ওই দূর ঠিকানায়।
যেখানে রোজ চাঁদমামা আসে তারাদের রঙিন বিছানায়।