প্রবাদের ছড়া -মহিউদ্দিন জুলহাস মামা খালু বাপ উঁচু পদে থাকে যদি সাত খুন মাফ। নীল সাদা লাল মানুষ অসৎ হলে তিল করে তাল। ওরে বোন ভাই বাজে লোকে দেয় ঢেলে বাড়া ভাতে ছাই। এসো ভালো হই দেব না রে কেউ কারো পাকা ধানে মই।