প্রাণ কানাইয়া-Monika Shokuntola

প্রাণ কানাইয়া-Monika Shokuntola

#poetry : প্রাণ কানাইয়া।
#poet : Monika Shokuntola
#artwork : Jugal Sarkar

কোথায় তোমার শিখিপাখা?
কোথায় মোহনচূড়া?
কোন বনেতে বেনু বাজে?
ক‌ই বা শিশুরাধা?
গোপাল বেশে মুক্তকেশে,
ললাটে রাজটীকা।
মোহন বাঁশী কোথায় বলো?
ওহে প্রান কানাইয়া!!
ননীচুরি করতে গিয়েই-
সব বুঝি হারালে?
এমন সুন্দর রাজসজ্জায়-
কে তোমায় সাজালে?
যশোধরা দেয়নি বুঝি ,
আজকে একটু আদর?
তাইতো গোপাল গাল ফুলিয়ে
অভিমানের সাগর।।
আসবে তবে আমার কাছে!
যা বলো তাই হবে-
শকুন্তলা হৃদমাঝারে
তোমায় আসন দিবে।

*Inspired by the artwork of Sir Jugal Sarkar.
*Right’s reserved by Sir J.S.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *