ফাগুন হাওয়া
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
কোন বনেতে ডাকে কোকিল কুহু কুহু স্বরে?
তারই সুরে মন যে আমার কেমন কেমন করে!
ওরে হাওয়া ফাগুন হাওয়া আমায় তুই বলনা
কোথায় গেলে খুঁজে পাবো ফুলশোভিত দোলনা?
কোথায় আছে উজল করা সপ্তরঙের পাহাড়?
ফাগুন হাওয়া বলতো কোথায় সাগর উথালপাথাল।
পলাশ শিমুল সাজিয়ে দেবে আমার দুটি চরণ
সেই বনেতে যাব আমি ওরে দখিন পবন।
ফুলের সুবাস লাগছে ভীষণ আম্রকানন কোণে
ফাগুন তবে এসেই গেছে রাঙাতে যতনে।
কেমনতর ঝরাপাতা ঝরে গেছে পথে
শনশনশন বইছে পবন নতুন খুশির ভোরে।