অ
অ তে অনল
অ তে অলস
কুমার বানায়
হাড়ি কলস।
আ
আ তে আগুন
আ তে আঁখি
দেশকে আমি
বুকে রাখি।
ই
ই তে ইঁদুর
কাটে ফসল
লেগে থাকলে
হবে সফল।
ঈ
ঈ তে ঈগল
ঈ তে ঈমান
পাখির মতো
ওড়ে বিমান।
উ
উচিত কথা
সামনে কও
নদীর মতো
উদার হও।
ঊ
ঊ তে ঊষর
ঊ তে ঊষা
কেউ ফেলো না
পথে খোসা।
এ
এ তে একা
এ তে এই
মায়ের মতো
কেহ নেই।
ঋ
ঋ তে ঋষি
ঋ তে ঋতু
শীতে মজা
পুলি,চিতু।
ঐ
ফুল ফুটেছে ঐ
এসো সবে
ফুলের মতো হই।
ও
ও তে ওমান
থাকেন কাকা
বিদেশ থেকে
পাঠান টাকা।
ঔ
ঔ তে ঔষধ
কিনতে যাই
নিয়ম মেনে
ঔষধ খাই।
ক
ক তে কদর
তাদের করো
যারা তোমার
চাইতে বড়।
খ
খ তে খাতা
খ তে খই
বড় হতে
পড়ো বই।
গ
গ তে গাছে
ধরে ফল
খেলে বাড়ে
গায়ে বল।
ঘ
ঘ তে ঘোড়া
খায় ঘাস
পড়ে যারা
পায় পাস।
চ
চ তে চাঁদা
চ তে চাঁদ
চাঁদে যাবো
মনে সাধ।
ছ
ছ তে ছড়ি
ছ তে ছড়া
মায়ের কাছে
শিখি পড়া।
জ
জ তে জবা
জ তে জল
ভালোবাসি
খেতে ফল।
ঝ
ঝ তে ঝড়ে
আম পড়ে
লড়ে যারা
নাম করে।
ঞ
ঞ তে মিঞার
উপদেশ
মায়ের কথা
মানো বেশ।
ট
ট তে টিয়া
ট তে টগর
দেখতে যাবো
মুজিবনগর।
ঠ
ঠ তে ঠেলা
ঠ তে ঠুলি
ভালে লাগে
মায়ের বুলি।
ড
ড তে ডমুর
ড তে ডাব
বেশি পড়লে
বেশি লাভ।
ঢ
ঢ তে ঢাকনা
ঢ তে ঢোল
খারাপ লোকে
করে গোল।
ণ
ণ তে ণেহ
ণ তে ণই
বুঝে বুঝে
পড়ো বই।
থ
থ তে থালা
থ তে থানা
বাজে কাজে
করি মানা
ত
ত তে তালা
ত তে তালি
পাপী হবে
দিলে গালি।
দ
দ তে দাদি
দ তে দাঁত
আচরণে
বুঝি জাত।
ধ
ধ তে ধনেশ
ধ তে ধবল
নীতির পথে
থাকো সবল।
ন
ন তে নদী
ন তে নাও
গরিব লোককে
খেতে দাও।
প
প তে পবন
প তে পাহাড়
নয়তো ভালো
বেশি আহার।
ফ
ফ তে ফসল
ফ তে ফুল
মিছা সকল
পাপের মূল।
ব
ব তে বিজয়
ব তে বীর
আমরা হব
তিতুমীর।
ম
ম তে মাতা
ম তে মন
মা মানে তো
মহা ধন।
ভ
ভ তে ভাষণ
মানতে হবে
মায়ের শাসন।
য
য তে যাবো
য তে যাই
বাজে কাজে
আমি নাই।
র
র তে রসুন
বুনেন চাষি
দেশকে ভীষণ
ভালোবাসি।
ল
ল তে লাটিম
ল তে লাঠি
আরাম লাগে
দেশের মাটি।
শ
শ তে শিউলি
শ তে শসা
বাঁচতে হলে
মারো মশা।
ষ
ষ তে ষাঁড়ের
বিশাল শিং
মানুষ মারে
অসৎ কিং।
স
স তে সবুজ
স তে সাঁকো
অসহায়ের
পাশে থাকো।
হ
হ তে হরিণ
হ তে হাঁস
কেউ করোনা
কারো নাশ।
ড়
ড় তে বাড়ি
ড় তে গাড়ি
মাকে দেব
দামি শাড়ি।
ঢ়
আষাঢ়
সালাম রফিক জিবন দিয়ে
মানটা রাখল ভাষার।
য়
য় তে ময়না
গুণী মানুষ
মিছা কয়না।
ৎ
আমি হব সৎ
কাউকে কভু দিব নাতো
খারাপ কাজে মত।
ং
রং
ভালোভাবে বলবে কথা
করবেনা কেউ ঢং।
ঃ
দুঃখ
কোথায় যেন যায় হারিয়ে
দেখলে মায়ের মুখ।
ঁ
বাঁশ
যে করেনা লেখাপড়া
কাটবে ঘোড়ার ঘাস।