বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

  • প্রাচীন জনপদের অন্যতম জনগোষ্ঠী হিসেবে পরিচিত – নিষাদ জাতি ।
  • বাংলার একটি স্বাধীন ও স্বতন্ত্র জনপদ – বরেন্দ্র ।
  • বাংলার কোন জনপদ প্রাচীন ‘সুক্ষ্ম’ নামে পরিচিত – রাঢ় ।
  • বাংলার রাজধানী কলকাতায় স্থানান্তর করেন – স্যার ওয়েলেসলী ।
  • স্বাধীনতার পূর্বে ঢাকা কতবার বাংলার রাজধানী হয় – চারবার (১৬১০, ১৬৬০,১৯০৫,১৯৪৭) ।
  • ১৬১০ সালের পূর্বে বাংলার রাজধানী ছিল – বিহারের রাজমহল ।
  • ঢাকা স্বাধীন বাংলাদেশের রাজধানী হয় কত বার – ১ বার (১৯৭১) ।
  • বাংলা সনের প্রতিষ্ঠাতা বা সংস্কারক বলা হয় – আমীর ফতেহ শিবাজী (সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী টোডরমলের নেতৃত্বে তিনি বাংলা সন প্রতিষ্ঠা করেন । কিন্তু প্রবর্তক হিসাবে সম্রাট আকবর কেই ধরা হয় ।
  • “শতাব্দ” সালের প্রচলন করেন – সম্রাট কনিস্ক ।
  • খ্রিষ্টব্দ চালু করেন – স্কাইযিয়ান সন্ন্যাসী ।
  • কত সাল থেকে হিজরী গণনা করা হয় – ৬২২ সাল থেকে ।
  • বেদ মহাভার রচয়িতা – ব্যাসদেব ।

বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

  • বিখ্যাত দর্শনীয় চিত্র কর্ম অজন্তার গুহাচিত্র কোন রাজ বংশের শাসন আমলে তৈরি করা হয় – গুপ্ত আমলে ।
  • অতীশ দীপংকর কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন – নালন্দা বিশ্ববিদ্যালয় ।
  • মৌর্যযুগে গুপ্তচরকে বলা হত – “সঞ্চারা” ।
  • ইংরেজ ম্যাজিস্টেট কিংস ফোর্ডকে হত্যা করার জন্য বোমা নিক্ষেপ করে – ক্ষুদিরাম ।
  • আল হেলাল কার পত্রিকা – মওলানা আবুল কালাম আজাদ ।
  • কংগ্রেসের ১ম অধিবেশনের সভাপতি ছিলেন – উমেশ ব্যানার্জি ।
  • সুলতান মাহমুদ এর পিতার নাম – সবুক্ত গীন ।
  • বখতিয়ার খলজী যখন বাংলা আক্রমণ করেন তখন তার সাথে কতজন সৈন্য ছিল – ১৮ জন ।
  • জালালউদ্দিন মাহমুদের পিতার নাম – রাজা গণেশ ।
  • বাংলার আকবর বলা হয় – আলাউদ্দিন হুসাইন শাহকে ।
  • পরিবিবির আসল নাম – ইরান দুখত্ ।
  • রাজস্ব আদায়ের জন্য কে ইজারা দাবী প্রথা প্রবর্তন করেন – মুর্শিদকুলি খান ।
  • মীর জুমলা কে – আওরঙ্গজেবের সেনাপতি ।
  • মূল্য নিয়ন্ত্রণ নীতির প্রবক্তা কে – আলাউদ্দিন খলজী ।
  • চেঙ্গিস খাঁর আসল নাম – তেমুজিন (মঙ্গোলিয়ার অধিবাসী) ।
  • চেঙ্গিস অর্থ – শক্তিশালী ।
  • কুতুব মিনার এর কাজ শেষ করেন – ইলতুৎমিশ ।
  • বাংলার সর্বশ্রেষ্ঠ সুলতান কে – আলাউদ্দিন হোসেন শাহ (৪৮ বছর রাজত্ব করেন) ।
  • রাজপুত নীতির প্রবক্তা – সম্রাট আকবর ।
  • ময়ূর সিংহাসনের শিল্পী ছিলেন – শিল্পী বেবাদল খাঁন ।

*বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

  • ইতিহাসে ‘পার্বত্য মুষিক’ নামে পরিচিত – শিবাজী ।
  • উপমহাদেশে প্রথম ব্রিটিশ গর্ভনর – লর্ড ক্লাইভ ।
  • পর্তুগীজরা বাংলার কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেন – চট্টগ্রামে ।
  • বাংলার প্রথম স্বাধীন নবাব – মুর্শিদ কুলি খাঁ ।
  • পলাশীর যুদ্ধের উপর ভিত্তি করে “পলাশীর যুদ্ধ” গ্রন্থটি রচনা করেন – নবীনচন্দ্র সেন ।
  • অন্ধকূপ হত্যা সংঘটিত হয় – ১৭৫৬ সালে ্
  • উপমহাদেশে প্রথম সাজস্ব বোর্ড স্থাপন করেন – ওয়ারেন হেস্টিংস ।
  • কলকাতা নগরী কে প্রতিষ্ঠ করেন – জব চার্নক ।
  • অধীনতা-মূলক মিত্রতা নীতির প্রবক্ত – লর্ড ওয়েলেসলি ।
  • সতীদাহ প্রথা বিলোপ সাধন করেন – লর্ড বেন্টিক ।
  • ফরায়েজী আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল – ফরিদপুর ।
  • দুদু মিয়ার আসল নাম – মুহাম্মদ মহসিন উদ্দিন ।
  • তিতুমীরের আসল নাম – মীর নিসার আলী ।
  • যার নেতৃত্বে বাঁশের কেল্লা ধ্বংস হয় – লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্ট ।
  • হাজী শরিয়ত উল্লাহ বাংলার নাম দেন – দারুল হারব (বিধর্মীদের দেশ) ।
  • নীল চাষ বাংলায় চলে কত বছর – ১০০ বছর ।
  • নীল সাগর এলাকাটি অবস্থিত – নীলফামারী জেলায় ।
  • ব্রিটিশ বিরোধী আন্দোলনের মাস্টার দা সূর্যসেনের গঠিত নারী বাহিনীর নেতৃত্বে ছিলেন – প্রীতিলতা ওয়াদ্দেদার, বীনা দাস, লীলা রায় ও কল্পনা দত্ত ।
  • ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় – রাজা রামমোহন রায় ।
  • আত্মীয় সভা নামে একটি সমিতি প্রতিষ্ঠা করেন – রাজা রামমোহন রায় ।
  • মুসলিম সাহিত্য সমাজ এর প্রতিষ্ঠাতা – নওয়াব আব্দুল লতিফ ।
  • ইন্ডিয়ান এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা – সুরেন্দ্রনাথ ব্যানার্জি ।
  • বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর ছিলেন – লর্ড কার্জন ।
  • বঙ্গভঙ্গ রদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – রাজা পঞ্চম জর্জ ।
  • মহাত্মা গান্ধীর প্রকৃত নাম – করম চাঁদ মোহন দাস ।
  • মুসলিম লীগের প্রকৃত নাম – নিখিল ভারত মুসলিম লীগ ।
  • ব্রিটিশ ভারত বিভক্তির সময় বাংলার প্রধানমন্ত্রী ছিলেন – হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।

*বাংলাদেশের জাতীয় বিষয়াবলি

  • সূর্যাস্ত আইন – লর্ড কর্নওয়ালিস ।
  • চিরস্থয়ী ভূমি ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড র্কনওয়ালিস ।
  • পাঁচশালা বন্দোবস্ত – ওয়ারেন হেস্টিংস ।
  • দ্বৈতশাসন বিলোপ করেন – ওয়ারেন হেস্টিংস ।
  • প্রথম রেল যোগাযোগ চালু – লর্ড ডালহৌসী ।
  • বিধবা বিবাহ আইন – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর/ লর্ড বেন্টিক ।
  • প্রথম আদমশুমারি – লর্ড রিপন ।
  • অহিংসা ও অসহযোগ আন্দোলন – মহাত্মা গান্ধী ।
  • ফকির আন্দোলনের জনক – মজনু শাহ, মাস্তানা, ভবানী পাঠক ।
  • সিপাহী বিদ্রোহ – সিপাহী জনতা ।
  • নীল বিদ্রোহ – তিতুমীর ।
  • ফরায়েজী আন্দোলন – হাজী শরিয়ত উল্লাহ ।
  • ভারত ছাড় আন্দোলন – মহাত্মা গান্ধী ।
  • আলীগড় আন্দোলন – সৈয়দ আহমেদ খান ।
  • তেভাগা আন্দোলন – ইলামিত্র ।
  • উপমহাদেশে প্রথম গভর্নল ছিলেন – লর্ড ক্লাইভ (১৭৫৭-১৭৬০) ।
  • উপমহাদেশে প্রথম গর্ভনর জেনারেল ছিলেন – লর্ড ওয়ারেন হিস্টিংস (১৭৭৪-১৭৮৫) ।
  • উপমহাদেশে শেষ (২০তম) গর্ভনর জেনারেল – লর্ড ক্যানিং (১৮৫৬-১৮৫৮) ।
  • উপমহাদেশে প্রথম ভাইসরয় ছিলেন – লর্ড ক্যানিং (১৮৫৮-১৮৬২) ।
  • উপমহাদেশে শেষ (২০তম) ভাইসরয় ছিলেন – লর্ড মাউন্ট ব্যাটেন (১৯৪৫-১৯৪৭) ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *