অস্ট্রেলিয়া ক্যাঙ্গারুর দেশ
প্রাচীরের দেশ চীন
লিলি ফুলের কানাডাতে
ম্যাফল পাতা মিহিন।
তিব্বত হল নিষিদ্ধ দেশ
মিশর পিরামিডের
বজ্রপাতের দেশটা ভুটান
জাপান ভূমিকম্পের।
ইতালিকে সবাই জানি
সাত পাহাড়ের দেশ
ফিদেল কাস্রোর কিউবাতে
মুক্তা আছে বেশ।
নিশীথ সূর্যের নরওয়েতে
গিয়েছিলাম অসলো
চাঁদের মতো তিনটা মেয়ে
আমার পাশে বসলো।
তিনটা মেয়ে বলল সেদিন
‘কেমন আছ ভাই?
কোথায় থেকে আইছ তুমি
জানতে আমরা চাই।’
গর্ব করে তাদের কাছে
করেছিলাম পেশ
মুক্তিসেনার রক্তে কেনা
বাংলা আমার দেশ।