বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম part-2

বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথমবাংলা সাহিত্যের প্রথম (আদি) নিদর্শন- চর্যাপদ রচনাকাল (৬৫০- ১২০০) ।

  • বাংলা ভাষার প্রথম (আদি) কবি- লুইপা (৮ম শতক)।
  • বাংলা সাহিত্যের প্রথম বাঙালি কবি- মীননাথ বা মৎসেন্দ্রনাথ।
  • বাংলা ভাষার প্রথম মহাকবি- বড়ু চন্ডীদাস আনুমানিক (১৩১৭- ১৪৩৩) ।
  • বাংলা ভাষার বৈষ্ণব পদাবলির প্রথম কবি- চন্ডীদাস (চতুর্দশ শতক)।
  • দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি- ফকির গরীবুল্লাহ (অষ্টম শতক)।
  • বাংলা ভাষার প্রথম মুসলমান কবি- শাহ মুহাম্মাদ সগীর (চতুর্দশ পষ্ণদশ শতক)।

বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম

  • বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনাকারী (অবাঙালী)- ম্যানুয়েল দ্য আস্সুম্প সাঁও (পর্তুগীজ পাদ্রি)।
  • বাংলা ভাষার প্রথম ব্যাকরণ- ‘Vocabulario en Idiomae Bengalla’e Portuguez’ (রচনা- ১৭৩৪, প্রকাশকাল- ১৭৪৩)।
  • ছাপার অক্ষরে প্রথম বাংলা বই- কৃপারশাস্রের অর্থভেদ (প্রকাশকাল-১৭৪৩)।
  • ছাপার অক্ষরে প্রথম বাংলা বই রচয়িতা- ম্যানিয়ের দ্য আস্সুম্প সাঁও (পর্তুগীজ পাদ্রি)।
  • বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ- গৌড়িয় ব্যাকর‌ণ (রচনা-১৮৩০, প্রকাশকাল- ১৮৩৩)।
  • বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনাকারী (বাঙালি) রাজা রামমোহন রায়।
  • সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন- নাথানিয়েল ব্রাস হ্যালহেড (প্রকাশকাল- ১৭৭৮)।
  • বাংলা সাহিত্যে প্রথম আত্নজীবনীমূলক গ্রন্থ রচয়িতা- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (জন্ম-১৮২০, মৃত্যু-১৮৯১)।
  • বাংলা ভাষার প্রথম কাহিনিধর্মী গ্রন্থ রচনাকারী- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (বেতালপষ্ণবিংশতি)।
  • বাংলা গদ্যে যতিচিহ্নের প্রথম সার্থক প্রয়োগকারী- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম

 

  • বাংলা ভাষার প্রথম মহিলা কবি- চন্দ্রাবতী (ষোড়শ শতক)।
  • বাংলা ভাষার প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী (জন্ম-১৮৮৫, মৃত্যু-১৯৩২)।
  • বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ- বেদান্ত (রচয়িতা- রাজা রামমোহন রায়)।
  • বাংলা সাহিত্যের প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচয়িতা- প্রমথ চৌধুরী (ছদ্মনাম- বীরবল)।
  • মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম নির্দশন- শ্রীকৃষ্ণকীর্তন।
  • বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য- মেঘনাদবধ কাব্য (প্রকাশকাল-১৮৬১)
  • বাংলা সাহিত্যে প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা- মাইকেল মধুসূধন দত্ত (জন্ম-১৮২৪, মৃত্যু-১৮৭৩)।
  • মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম মহাকাব্য রচয়িতা- কায়কোবাদ(জন্ম-১৮৫৭, মৃত্যু-১৯৫১)
  • বাংলা কবিতায় প্রথম অমত্রাক্ষর ছন্দ প্রয়োগকারী- মাইকের মধুসূধন দত্ত।
  • বাংলা সাহিত্যের প্রথম প্রত্রকাব্য- বীরাঙ্গনা (প্রকাশকাল- ১৮৬২)।
  • বাংলা সাহিত্যের প্রথম প্রত্রকাব্য রচয়িতা- মাইকেল মধুসূধন দত্ত।
  • বাংলা ভাষার প্রথম আধুনিক নাটক- শর্মিষ্ঠা (প্রকাশকাল- ১৮৫৯)।
  • বাংলা ভাষার প্রথম আধুনিক নাট্যকার- মাইকেল মধুসূধন দত্ত।
  • বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি নাটক- কীর্তিবিলাস (প্রকাশকাল-১৮৫২)।
  • বাংলা ভাষার প্রথম ট্র্যাজেডি নাটক রচয়িতা- যোগেন্দ্র নাথ গুপ্ত।
  • বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক- কৃষ্ণকুমারী (প্রকাশকাল-১৮৬১)।

বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম

  • বাংলা ভাষার প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক রচয়িতা- মাইকেল মধুসূধন দত্ত।
  • বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি- মাইকেল মধুসূধন দত্ত।
  • বাংলা সাহিত্যের প্রথম প্রহসন- বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
  • বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা- মাইকেল মধুসূধন দত্ত।
  • মুসলমান রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন- “এর উপায় কি”।
  • মুসলমান রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা- মীর মশাররফ হোসেন (ছদ্মনাম- গাজীমিয়া)।
  • বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন- চতুর্দশপদী কবিতাবলী (প্রকাশকাল- ১৮৬৬)।
  • বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন (চতুর্দশপদী কবিতাবলী) রচয়িতা- মাইকেল মধুসূধন দত্ত।
  • মুসলমান কবিদের মধ্যে বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা- কায়কোবাদ (প্রকৃত নাম- মোহাম্মাদ কাজেম আল কোরায়শী)।

বাংলা ভাষা ও সাহিত্যে যা কিছু প্রথম

 

  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি- পদ্মাবতী (প্রকাশকাল- ১৮৬০)।
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি রচয়িতা- মাইকেল মধুসূধন দত্ত।
  • প্রথম বাংলা বর্ণের ধারনা দেন- স্যার উইলস কিনসন।
  • প্রথম বাংলা বর্ণ খোদাইকারী- পন্ষ্ণানন কর্মকার।
  • বাংলা সাহিত্যে প্রথম চলতি রীতির ব্যবহারকারী- প্রমথ চৌধুরী (জন্ম-১৮৬৮, মৃত্যু-১৯৪৬)।
  • বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বই- কথোপকথন (প্রকাশকাল- ১৮০১)।
  • বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত বইয়ের রচয়িতা- উইলিয়াম কেরি।
  • বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী/সাময়িক পত্র- দিকদর্শন (প্রকাশকাল- এপ্রিল/১৮১৮)।
  • মুসলমান সম্পাদিত বাংলা ভাষার প্রথম পত্রিকা- সমাচার সাভারাজেন্দ্র (সম্পাদক- শেখ আলীমুল্লাহ)।
  • বাংলা ভাষার প্রথম মৌলিক নাটক- ভদ্রার্জুন (প্রকাশকাল-১৮৫২)।
  • বাংলা ভাষায় প্রথম মৌলিক নাটক রচয়িতা- তারাচরণ শিকদার।
  • বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক- কুলীনকুলসর্বস্ব (প্রকাশকাল- ১৮৫৪)।
  • বাংলা ভাষায় প্রথম সামাজিক নাটক রচয়িতা- রামনারায়ণ তর্করত্ন।
  • বাংলা ভাষায় প্রথম মুসলমান নাট্যকার- মীর মশাররফ হোসেন (জন্ম-১৮৪৭, মৃত্যু-১৯১২)।
  • মুসলমান নাট্যকার রচিত প্রথম বাংলা নাটক- বসন্ততুমারী (প্রকাশকাল- ১৮৭৩)।
  • মুসলমাস চরিত্র অবলম্বনে প্রথম বাংলা নাটক- জমিদারি দর্পন (রচয়িতা- মীর মশাররফ হোসেন)
  • ঢাকা থেকে প্রকাশিত প্রথম গণমুখী নাটক- নীল দর্পন (প্রকাশকাল- ১৮৬০)।
  • বাংলা সাহিত্যে প্রথম গণমুখী নাটক রচয়িতা- দীনবন্ধু মিত্র।
  • বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রচেষ্টা হচ্ছে- ফলমনি ও করুণার বিবরণ (প্রকাশকাল- ১৮৫২)
  • বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস- আলালের ঘরের দুলাল (প্রকাশকাল- ১৮৫৭)।
  • বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস রচয়িতা- প্যারীচাঁদ মিত্র (জন্ম-১৮১৪, মৃত্যু-১৮৮৩)।
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস- দুর্গেশনন্দিনী (প্রকাশকাল- ১৮৬৫ সালের মার্চে)।
  • বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (জন্ম-১৮৩৮ ,মৃত্যু-১৮৯৪)।
  • বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস রচয়িতা- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  • বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ- পথিক তুমি পথ হারাইয়াছ (কপালকুন্ডলা)।
  • বাংলা ভাষার প্রথম মুসলমান ঔপন্যাসিক- মীর মশাররফ হোসেন।
  • মুসলমান ঔপন্যাসিক রচিত প্রথম বাংলা উপন্যাস- রত্নাবতী (প্রকাশকাল- ১৮৬৯)।
  • বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক কবি- বিহারীলাল চক্রবর্তী (জন্ম-১৮৩৫, মৃত্যু-১৮৯৪)।
  • বাংলা সাহিত্যে প্রথম বিজ্ঞানমনস্ক লেখক- অক্ষয় কুমার দত্ত (জন্ম-১৮২০, মৃত্যু-১৮৮৬)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *