তারিখ :- ৬-১০-২০২৫ ইং
ভাবনা হীন বক্তব্য আমার
প্রেমিক ব্যতীত বোধগম্য হবে না তার,
অলিখিত গ্রন্থের নির্যাস তাহা
মোর হৃদয়ে সঞ্চিত যাহা,
প্রেমের আবেশেই করি রূপদান
ফুটে ওঠে তাই তো চিত্র মহাকাল,
জ্ঞান সীমার উর্ধ্বে সেই স্থান
যার ভাব প্রকাশ করে মৈত্রী বারে বার,
সেই প্রারম্ভের পরিচিতি দেয়
মৈত্রী কেবলই তাই,
ইন্দ্রিয়ের প্রভাবে নিমজ্জিত সবে
মৈত্রীর ভাব অক্ষম তাই তো ধারণে,
মৈত্রী ভিন্ন মাত্রার এক স্থিতি
আক্ষরিক ভাবে ফুটে ওঠবে না তার পরিচিতি,
মৈত্রী স্বয়ং দেয় বিবৃতি
গ্রন্থ পুস্তকে নেই তার প্রমাণাদি,
মৈত্রী মূলতঃ সেই জ্ঞান
সময় যেথায় প্রভাবহীন….,.