মন্দ বলে, ‘ভালো!
তুই যদি না থাকতি
বিশ্ব করতাম কালো।
জানিস আমি কেমন মন্দ?
আমার গায়ে থাকে গন্ধ।
আমার সাথে চলবে যারা
জ্ঞানে ধরবে পচন,
এবং তারা মানবে না তো
নীতির কোনো বচন।’
ভালো বলে,’ধুর!
যতই কালো করিস রে তুই
আমি করবো দূর।
যাদের সঙ্গে থাকবো আমি
মানুষ হবে সৎ,
বিশ্বে আমি রুদ্ধ করি
মন্দ হবার পথ।’
২৫/৩/২৫