ভ্রান্তির ছলনা
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
ভাবছো তুমি সব বুঝেছো
সত্য যত আছে
এই পৃথিবীর মাঝে।
ভাবছো সবই ভুল
বেচে আছো শুধুই তুমি
ভ্রান্তির ছলনে।
স্রষ্টা আর সৃষ্টির মাঝে
যত তত্ত্ব আছে
ভাবছো তুমি বুঝেই গেছো
আপন জ্ঞান আলয়ে।
করছো আবার ভুল
এবার হারাবে তুমি
একূল ওকূল দুকূল।
ভাবছো আবার সব জেনেছো
সত্য কিংবা মিথ্যা
তোমায় কে দিতে পারবে
আছে কার সে বিদ্যা?
করলে আবার ভুল
ভ্রান্তির ছলনে তুমি
রয়েছেো মশগুল।