মনে পড়ে ছোট্টবেলার ঘুমপাড়ানি ছড়া
মনে পড়ে মায়ের কাছে বর্ণমালা পড়া।
মনে পড়ে বাদলা দিনে সবুজ খেলার মাঠ
মনে পড়ে দাদার সাথে বিকেলবেলার হাট।
মনে পড়ে গাঁয়ের মাঝে পদ্মফুলের পুকুর
মনে পড়ে রাখাল ছেলের মিষ্টি বাঁশির সুর।
মনে পড়ে সকালবেলা কুরান শিক্ষার কথা
মনে পড়ে বাল্যবন্ধু, হায় রে স্বাধীনতা!
মনে পড়ে বেতাই নদী হারিয়ে যাওয়া ঢেউ
আমার মতো এসব কিছু মিস করেন কি কেউ?