মশাপাখির গান
(ছড়া)
(ছড়া)
মশা কেনো নয়কো পাখি
নিছক মশক বলেই কেনো ডাকি?
মশার ও যে আছে দুটো পাখা
যদিও অতিক্ষুদ্র যায়না দেখা।
কানের কাছে জটিল সুরে
ধরে যখন গান
ইচ্ছে করে কামান এনে
জ্বালাই তাদের প্রাণ।
সন্ধ্যা কিংবা অস্তাচলের
সময় যখন আসে
মশকগুলো গুনগুনিয়ে
গান শোনাতে আসে।
পাখির মতো হতে তাদের
প্রাণান্তকর চেষ্টা
ওদের জ্বালার যন্ত্রণাতে
খুব লাগে যে তেষ্টা।
ভাবছি শুধুই মশাও যদি
পাখির মতো হতো
তবে কি আর দিনে রাতে
কামরে রক্ত খেতো?
পাখির মতো অন্য খাবার
খায় না কেনো ওরা?
মুখটি তাদের অতি ছোট
যায় না খাবার রাখা।
এবার তবে বুঝেছি বেশ
মশক পাখি নয়তো
বিধাতা চেয়েছিলেন বলেই
ওরা এমন হয়তো!!!
(মনিকা শকুন্তলা)