মায়াবতী- অনন্ত

মায়াবতী- অনন্ত
কবিতা: মায়াবতী
লেখক:অনন্ত
হে মায়াবতী, তুমি মায়ার বাঁধন
ছেদ করে চলে গেলে আমায় ফেলে ;
আগেই ছিলে তুমি ভালো
পাল্টে কেনো গেলে?
তোমার ঐ কাজল মাখা নয়ন আর
মায়ামাখা মুখ আজ পাল্টে গেছে ;
পুরনো সেই হাসি আর মায়াবী
সৃতি এখনো আমার হৃদয়ে রয়ে গেছে।
আমি আজও একা
এই নিষ্ঠুর দুনিয়ায় ;
ওই দিনের পর থেকে
আজও মন খুলে হাঁসি নাই।
কলি ফুটে ফুল হবার
আগেই সব ঝরে গেল ;
জীবনে বেদনাময় সময়ের সৃতি
গুলোই কেবল রয়ে গেল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *