কার ছাঁয়া?
চেনা চেনা মনে হয়!
ও কার ছাঁয়ার প্রতিচ্ছায়া?
ও কার পায়ের শব্দ!
ও কার নূপুরের ছন্দ!
কোন ভুলে সে এই পথে হেঁটে গেলো!
সে আমার অসহ্য যন্ত্রণার মত
রক্তের তপ্ত স্রোতী,
ফাল্গু নদীর নিদাঘ জলের মত
সে আমার অমরাবতী
বিধুনন বিধুর বুকে সে আমার
আগনন যাতনার কাম
অপূর্ব মোহময় কবিতার মত
দ্রোহী যার নাম
ফিরিয়ে নাও,এই বিচ্ছেদ আহ্বান।
ফিরিয়ে নাও,
এই বিচ্ছিন্ন ব্যাবধান।
জুড়ে দাও এই হৃদয়ের বিক্ষিপ্ত ব্যাবচ্ছেদ।
উচ্ছল সব মানুষের ভীড়ে,
তারা সবে মৃত মানুষের
লাশ নিয়ে ঘোরে!
মায়াবিনী-শাওন মল্লিক
