চাঁদের মতো মুখটা মায়ের
চাঁদের মতো মুখটা,
মায়ের মুখে চাঁদের হাসি
দেখলে ভরে বুকটা।
আকাশ সমান দিলটা মায়ের
আকাশ সমান দিলটা,
আমার কাছে ভালো লাগে
মায়ের মিঠা কিলটা!
তারার মতো চক্ষু মায়ের
তারার মতো চোখ,
মাকে যারা দেয়না সম্মান
নয়তো ভালো লোক।