মা-মনিকা শকুন্তলা

মা-মনিকা শকুন্তলা
***মা:
(মনিকা শকুন্তলা)

এই পৃথিবীতে কেবলমাত্র একটি শব্দ আছে যা মনে হলে প্রতিটি মানুষ এমনকি প্রাণীকুল আবেগ আপ্লুত হয়ে যায়।
সে আর কেউ নয় সে হলো মা।
শুধু মানুষ কেনো প্রাণীকুলের মধ‍্যেও এই মায়ের প্রতি অপরিসীম স্নেহ মায়া আর ভালোবাসা বিদ‍্যমান।

মা সে যতো শাসন করুন না কেনো হৃদয় গহীনে সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা সদা সর্বদা বহমান।
সন্তানের জীবন পরিপূর্ণতা লাভ করে মাতৃস্নেহের ফল্গুধারায়।

পৃথিবীতে আমরা যারা এখনো মাতৃহারা হইনি তারা স্বর্গীয় সুখ খুঁজে পাই মায়ের আঁচল ছায়ায়।
অর্থ সম্পদ বড় কিছু নয় যখন ভাঙা ঘরে বসে মায়ের হাতে রান্না করা গরম ভাতে প্রাণ জুড়িয়ে যায়।

খুব মনে পড়ে ছোট্ট বেলার কথা।বিশাল টিনের ঘরে মায়ের কোলে বসে আছি।আর বাইরে ঝুমঝুমিয়ে বৃষ্টি পড়ছে।মা আমার ছোট্ট দুটি হাত ধরে হাতে তালি বাজাতো আর বৃষ্টির ছড়া কিংবা গান গাইতো।

তারমধ‍্যে একটি ছড়া এখনো মনে পড়ে।
“আয় বৃষ্টি ঝেপে
ধান দিব মেপে
লেবুর পাতা করমচা
যা বৃষ্টি ঝরে যা।”

মা যতই ছড়া বলতো আমি ততই শুনতে চাইতাম।
শুধু বলতাম আরো শুনবো।
তারপর খাবার সময় হলে মায়ের সাথে খেতে বসতাম।
বৃষ্টির দিনের প্রিয় খাবার খিচুড়ি আর আলু ভাজি।
সঙ্গে আচার তো ছিলই।
আরো কতো রকম বড়া ভাজা হত তার শেষ নেই।

মনে মনে এখনো খুঁজে বেড়াই সেসব দিনগুলো।
আর তো ছোটবেলায় ফিরে যেতে পারবো না।তবে মা আছেন মা কে দেখলে আমি এমনিতেই ছোট হয়ে যাই।
শিশুসুলভ আচরণ করি এখনো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *