মুহম্মদ আবদুল হাই এর জীবনী ও সাহিত্যকর্ম

মুহম্মদ আবদুল হাই এর জীবনী ও সাহিত্যকর্ম

শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থখানি তাঁর শ্রেষ্ঠ কীর্তি । এতে তিনি ভাষাতত্ত্ব বিষয়ে পাশ্চাত্যের জ্ঞান অত্যন্ত সফলভাবে বাংলা ভাষায় প্রয়োগ করেন এবং বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধির বৈজ্ঞানিক বিশ্লেষণে গভীর পান্ডিত্যের পরিচয় দেন ।

মুহম্মদ আবদুল হাই

  • মুহম্মদ আবদুল হাই জন্মগ্রহণ করেন – ১৯১৯ সালে ।
  • মুহম্মদ আবদুল হাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেকচারার পদে যোগদান করেন – ১৯৪৯ সালে ।
  • তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ে ’ধ্বনিবিজ্ঞান’ নিয়ে গবেষণা করেন – ১৯৫২ সালে ।
  • ‘বিলেতে সাড়ে সাতশ দিন’ এটি একটি – ভ্রমণকাহিনী ।
  • ’বিলেতে সাড়ে সাতশ দিন’ ভ্রমণকাহিনী এর রচয়িতা – মুহম্মদ আবদুল হাই ।
  • মুহম্মদ আবদুল হাই রচিত ‘বিলেতে সাড়ে সাতশ দিন’ লেখাটি প্রকাশিত হয় – ১৯৫৮ সালে ।
  • ’তোষামোদ ও রাজনীতির ভাষা’ এর রচয়িতা – মুহম্মদ আবদুল হাই ।
  • মুহম্মদ আবদুল হাই এর লেখা ‘তোষামোদ ও রাজনীতির ভাষা’ সম্পাদিত হয়েছিল – ১৯৬০ সালে ।

মুহম্মদ আবদুল হাই এর জীবনী ও সাহিত্যকর্ম

  •  ’তোষামোদ ও রাজনীতের ভাষা’ একটি – রম্য রচনা ।
  • মুহম্মদ আবদুল হাই এর অন্যতম প্রবন্ধগ্রন্থ ‘সাহিত্য ও সংস্কৃতি’ প্রকাশিত হয়েছিল – ১৯৫৪ সালে ।
  • ’বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ এর লেখক – মুহম্মদ আবদুল হাই ।
  • ’ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ এর রচয়িতা – মুহম্মদ আবদুল হাই ।
  • মুহম্মদ আবদুল হাই সম্পাদিত ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিত্ত্ব’ একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • ’ভাষা ও সাহিত্য’ প্রবন্ধগ্রন্থের লেখক – মুহম্মদ আবদুল হাই ।
  • মুহম্মদ আবদুল হাই এর ‘ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিত্ত্ব’ প্রবন্ধগ্রন্থটি প্রকশিত হয় – ১৯৬৪ সালে ।
  • তাঁর লেখা ’বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • ’বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ প্রকাশিত হয় – ১৯৫৬ সালে ।
  • ‘A phonetic and phonological study of Naslas and Nasali Zation in Bengali’ এর রচয়িতা – মুহম্মদ আবদুল হাই ।
  •  মুহম্মদ আবদুল হাই এর ‘A phonetic and phonological study of Naslas and Nasali Zation in Bengali’ একটি – প্রবন্ধ গ্রন্থ (১৯৬০) ।

Read More

মুনীর চৌধুরী এর জীবনী ও সাহিত্যকর্ম

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *