এই দুনিয়ার মোহে পড়ে
তাকে রয়েছি ভুলে
তবু সে আসবেই।
আমার কাছে আসবে
তোমার কাছে আসবে
সবার কাছে আসবে
সময়মতো আসবে।
চিরসত্য মৃত্যু এলে-
মুমিনবান্দা হাসবে আর
পাপীবান্দা হবে যন্ত্রণাকাতর।
আমি তো নগণ্য বান্দা
করেছি অনেক পাপ
হে রহিম হে রহমান
তুমি করিও মাফ।
হে প্রভু! তোমাকে করে স্মরণ
জান্নাতি হাসি হেসে যেন
মৃত্যুকে করি বরণ।