মেঘলা আকাশ
মনিকা শকুন্তলা
মনিকা শকুন্তলা
সকাল সকাল ঘুম ভেঙে দেখি মেঘমেদুর আকাশে বলাকার ঝাঁক।
ফাগুন হাওয়া সাথে কুয়াশা মোড়া আবছা অন্ধকার।
সুয্যিমামা উঠবে বলেও ওঠেনি অজানা কোনো অভিমানে।
তাই সুযোগ বুঝে শীতের বুড়ি আরো একবার আষ্টেপৃষ্ঠে জাপটে ধরেছে প্রকৃতিকে।
প্রকৃতির এই দৈন্যদশা দেখে দেখে আমি যখন কল্পনায় তোমাকে নিয়ে কাব্য আঁকছি ঠিক তখনই জানলাম তুমি ভালো নেই….
আচমকা ছন্দপতন হলো ভাবনার জগতে, বিষন্নতা ঘিরে ধরলো মনকে।
কল্পনা বাস্তব সবকিছু কেমন যেন ধোঁয়াশায় মিলেমিশে গেল। তবে এজন্যই কি প্রকৃতি আজ এতো বিষন্নতা নিয়ে উদিত হয়েছে?
মেঘলা আকাশ আমার এখন মেঘ হতে ইচ্ছে করছে খুব। আমি যাবো তার কাছে,
দেখব তার উদাস করা রুপ।
দেখব তার উদাস করা রুপ।
ইচ্ছে ঘুড়ি আমায় নিয়ে চলো একবার…মন কেমন করা দিনে আমি মরমে মরে যাচ্ছি বারবার…
আকাশ প্রদীপ জ্বেলে বসে আছি হৃদয় গহীনে। তুমি কখন সুস্থ হবে প্রিয়? মগ্ন হবে কাব্য সাধনায়?
সুর বিহনে আমার কবিতা লেখা কেবলই নিঃসঙ্গ পথিক হয়ে পথের পানে চেয়ে রয়।
মেঘলা আকাশে রবির কিরণ হয়ে ফিরে আসো তুমি..
আমি বরং বিধাতার সমীপে এই প্রার্থনা করি।
আমি বরং বিধাতার সমীপে এই প্রার্থনা করি।
আকাশ সিরিজ:02
Dated:05/02/2025