কোভিড – ১৯ সংক্রমন রোধের জন্য ঈদুল ফিতরের ন্যায় আসন্ন ঈদুল আজহার নামাজের জামাত ও ঈদগাহের পরিবর্তে নিকটস্ত মসজিদে আদায় করার সিদ্ধান্ত দিয়েছে সরকার । সেইসাথে ঈদের নামাজ শেষে কোলাকোলি এবং মুসাফাহ (হাত মেলানো) থেকে বিরত থাকতে বলা হয়েছে ।
ঈদুল আজহা উদযাপন উপলক্ষে রোববার ( ১২জুলাই ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত হয় অনলাইন আন্তঃম্ন্ত্রণালয় সভা । সভা শেষে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, সবাইকে বাসা থেকে ওযু করে, জায়নামাজ নিয়ে, মাস্ক পরে মসজিদে যেতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রেখে নামাজ আদায় করতে হবে । ঈদুল ফিতরের নামাজের সময় যেসব নির্দেশনাবলি ছিল তা বলবৎ থাকবে । এবং এ বিষয়ে একটি বিঞ্জপ্তি -জারি করা হবে বলে জানান তিনি । সভায় আরো জানানো হয় যে, ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালনায় মোঃ আনিছ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, তথ্য, জনপ্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি – কর্পোরেশন, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর সংস্থার প্রতিনিধিরা এ ভার্চুয়াল সভায় অংশ গ্রহণ করেন ।
সভায় দেশের শীর্ষস্থানীয় ওলামারা দেশের বিভিন্ন স্থান থেকে এ ভার্চুয়াল সভায় অংশ নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত পেশ করেছেন ।