যদিও সন্ধ্যা -পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

যদিও সন্ধ্যা

আপনার প্রমােশন হয়েছেআমাদের চাকরিতে প্রমােশন তাে রেয়ার ঘটনাদশ বছর বার বছর একই পােস্টে ঘটঘটর করেও কিছু হয় নাআপনার ভাগ্য খুবই ভালােকনগ্রাচুলেশনস। ….আনিকা হতভম্ব হয়ে গেলতার প্রমােশন হয়েছেতার মানে সে এখন সিদ্দিক সাহেবের র্যাংকের একজনঅফিসের গাড়ি তাকে নিয়ে আসবে, দিয়ে আসবে

অফিসের কোয়ার্টারের জন্যে অ্যাপ্লাই করতে পারবেসম্পূর্ণ তার নিজের আলাদা একটা ঘর হবেঘরের সামনে টুলের উপর পিওন বসে থাকবে। …….মিস আনিকা! জি স্যারআপনি কি খুশি হয়েছেন ? ….অবশ্যই খুশি হয়েছিখুশি হবাে না কেন? এটা আমার কল্পনার বাইরে ছিল। 

কল্পনার বাইরে থাকবে কেন ? আপনি দুটা সেকশনাল পরীক্ষাতেই খুব ভালাে করেছেনআপনি কাজকর্মেও স্মার্টআপনার রেকর্ডস তাে খুবই ভালােআমাদের মিষ্টি কবে খাওয়াবেন

আজই খাওয়াবআজকের দিনটা ছুটি নিয়ে বাসায় যানআত্মীয়স্বজনদের সুসংবাদটা দিন। 

আনিকা চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হলােএই আনন্দের খবরটা প্রথমেই শওকতকে দিতে ইচ্ছা করছেসে কি মিষ্টি নিয়ে শওকতের বাসায় যাবে ? শওকত যখন বলবে, মিষ্টি কিসের ? সে বলবে, আমার বিয়ে ঠিক হয়েছে 

তার মিষ্টিআমার চাচাশ্বশুর আমাকে দেখতে এসেছিলেন, তার মিষ্টি। 

শওকতের বাসায় যাওয়া যাবে নামিতুর শ্বশুরবাড়িতে অবশ্যি যাওয়া যায়মিতুর বরের জন্যে একটা পাঞ্জাবি, এক প্যাকেট মিষ্টি। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

আনিকা নিজের ঘরে ঢুকলজাহানারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেনকী লজ্জার ব্যাপার! দীর্ঘদিনের সহকর্মী আজ তাকে দেখে উঠে দাঁড়াচ্ছেআনিকার লজ্জা লাগছে, আবার খুব ভালাে লাগছেচোখে পানি এসে যাচ্ছেআজ ছুটি নেয়াই ভালােপ্রমােশন পেয়ে একজন একটু পর পর আনন্দে কাদছে এই দৃশ্য দেখে সবাই আড়ালে হাসাহাসি করবেসে এখন একজন ক্লাস ওয়ান গেজেটেড অফিসারতাকে নিয়ে আড়ালে হাসাহাসি করার সুযােগ সে দেবে। 

প্রমােশনের খবর মনে হয় সবাই জেনে গেছেঅফিস থেকে বের হতেই কারপুলের এক ড্রাইভার ছুটে এসে বলল, আপা, কোথায় যাবেন

আনিকা বলল, শরীরটা ভালাে লাগছে না, বাসায় চলে যাবড্রাইভার বলল, একটু দাঁড়ান আপা, গাড়ি নিয়ে আসি| আনিকা বুঝতে পারছে না তার কী করা উচিতনা না গাড়ি লাগবে না এই বলে সে কি হাঁটতে শুরু করবে ? নাকি বলবে, আমাকে একটা রিকশা ডেকে দিনতাতেই হবে। 

আনিকা তার অফিসের গাড়িতে বসে আছেকী বিস্ময়কর ব্যাপার! কোনাে বিস্ময়ই মানুষ একা নিতে পারে নাআনিকার এমনই কপাল, তার জীবনের সমস্ত বিস্ময়কর ঘটনা সে আর কারাে সঙ্গে ভাগ করে নিতে পারে নি। 

কত নাটকীয় ঘটনা মানুষের জীবনে ঘটে! এমন কি হতে পারে না হঠাৎ তার চোখে পড়বে রাস্তার এক মাথায় শওকত দাঁড়িয়ে সিগারেট টানছে, এই জায়গায় এসে তাদের গাড়ি জ্যামে আটকা পড়লগাড়ির ভেতর থেকে হাত বাড়িয়ে আনিকা ডাকলশওকত অবাক হয়ে কাছে এসে বলবে, সরকারি গাড়ি দেখছি! তুমি গাড়ি পাও জানতাম না তাে! আনিকা তখন অবহেলার ভঙ্গিতে বলবে, আগে পেতাম না, এখন প্রমােশন হয়েছেএখন পাচ্ছি

যদিও সন্ধ্যা -পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ 

প্রমােশন আবার কবে হলাে ? বাদ দাও তাে, প্রমােশন কবে হলাে সেই আলাপ এখন করতে ইচ্ছা করছেতুমি সিগারেট ফেলে গাড়িতে উঠে আস। 

আনিকা ছােট্ট করে নিঃশ্বাস ফেললগাড়িতে উঠে আসতে বলাটা মনে হয় ঠিক হবে নাসরকারি গাড়িতে বাইরের লােক তােলার নিয়ম নিশ্চয়ই নাই। 

ড্রাইভার বলল, আপা, আপনার বাসা কোন দিকে

আনিকা বলল, বাসায় যাব নাআপনি একটা কাজ করুন, আমাকে নিউমার্কেটের গেটে নামিয়ে দিয়ে চলে যানআমি কয়েকটা ওষুধ কিনব। 

আমি অপেক্ষা করি ? 

আপনাকে অপেক্ষা করতে হবে নাআমাকে নামিয়ে দিয়ে আপনি চলে যাবেনআমার দেরি হবে । 

প্রথমেই আনিকা কয়েকটা গানের ক্যাসেট কিনলতার মধ্যে নজরুলগীতির একটা ক্যাসেট আছেসেখানে মদিনাবাসী প্রেমে ধর হাত মম 

গানটা আছেক্যাসেটগুলি কেনার পর পরই মনে হলাে— শুধু শুধু টাকাগুলি নষ্ট করেছেতাদের বাসায় ক্যাসেট শােনার কোনাে যন্ত্র নেইআনিকার সামান্য মন খারাপ হলাে। অকারণে টাকা নষ্ট করতে তার মায়া লাগেসে বেশ কৃপণ মেয়ে। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

আজকের শুভদিনটা মনে রাখার জন্যে শওকতের জন্যে কিছু কেনা দরকারদামি কিছু নাদুই আড়াইশটাকার মধ্যে কিছুএকটা শার্ট কেনা যেতে পারেআজকাল কাপড়চোপড় সস্তা হয়েছেদুই আড়াইশটাকায় ভালাে শার্ট পাওয়া যায়। 

অনেক ঘােরাঘুরির পর একটা শার্ট আনিকার পছন্দ হলােদাম তিনশপঞ্চাশ টাকাফিক্সড প্রাইসের দোকানএক টাকাও কমাবে নাতিনশটাকায় শার্টটা কেনার সে অনেক চেষ্টা করলদোকানদার রাজি হলাে না। 

আনিকা ঠিক করল শওকতকে কিছু না দিয়ে তার ছেলের জন্যে উপহার কিনবেশওকতের জন্যে শার্টের বাজেট ছিল আড়াইশটাকাতার সঙ্গে আরাে আড়াইশযােগ করে পাঁচশটাকা হবেপাঁচশটাকার মধ্যে কিছুযে ছেলে আমেরিকার মতাে জায়গায় বড় হয়েছে, তাকে নিশ্চয়ই একদেড়শটাকার খেলনা দেয়া যায় না। 

আনিকা অনেকগুলাে দোকানে ঘুরলকোনাে কিছুই মনে ধরছে নাএকটা কচ্ছপ শুধু পছন্দ হয়েছেকচ্ছপটা সারাক্ষণ শুধু মাথা দোলায় রঙবেরঙের কচ্ছপ কোনাে কারণ ছাড়াই মাথা দোলাচ্ছেদেখতে মজা লাগেকচ্ছপটার দাম মাত্র একশপঁচিশ টাকা এত কম দামি জিনিস বিদেশী ছেলেকে উপহার দেয়া ঠিক না। আরাে ভালাে কিছু দেখতে হবেজিনিসটা দেখতে সুন্দর হবেদাম পাঁচশ টাকার মধ্যে থাকবে। 

দুপুর দুটা পঁচিশ মিনিটে আনিকা নিউমার্কেট থেকে বের হলােতার হাতে কচ্ছপএকশপঁচিশ টাকা দামের কচ্ছপ তাকে দোকানি দিয়েছে নব্বই টাকায়। 

যদিও সন্ধ্যা -পর্ব-(১৬)-হুমায়ূন আহমেদ

নিউমার্কেটের গেট থেকে বের হবার পরপরই একটা ইয়েলাে ক্যাব এসে তার গা ঘেঁসে দাঁড়ালড্রাইভার মুখ বের করে বলল, আপা আমাকে চিনেছেন

আনিকা বলল, হঁ্যা চিনেছিকেমন আছেন আপা ? ভালাে। 

কোথায় যাবেন? উঠেন গাড়িতে উঠেন। কোনাে কথা না বলে আনিকা গাড়িতে উঠলড্রাইভার বলল, বাসায় যাবেন, না দিনের মতাে কিছুক্ষণ ঘুরবেন ? আনিকা বলল, আপনার গাড়িতে কি এসি আছে ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *