যে ভুলের কথা বললেন সাকিব

স্বপ্নভঙ্গ। নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে হেরে ইতিহাস রচনা করা হলো না বাংলাদেশের । এ নিয়ে পাঁচবারের মতো বড় কোন টুর্নামেন্টের ফাইনালে উঠে শিরোপায় চুমো দেয়ার আগমুর্হুতেই ছিটকে পড়েছে বাংলাদেশ।

টাইগারদের এই ব্যর্থতার দিনে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘এই হার সত্যিই দুঃখজনক। ভারতের এই জয়ের জন্য সব কৃতিত্ব দিনেশ কার্তিকেরই।’

এ সময় সাকিব ১৮-১৯ ওভার নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ১৮ ও ১৯তম ওভারে আমরা আমাদের সেরা বোলারকে কাজে লাগালে হয়তো জেতা সম্ভব হতো। আমরা সেই ভুল করেছি।  যদিও ম্যাচে রুবেল তার লেন্থ ঠিক রেখেই বোলিং করেছে কিন্তু দিনেশ কার্তিক দলের প্রয়োজনের দিন হিট করেছে। দলকে জিতিয়েছে।’

তবে সর্বোপরি সাকিবের যুক্তি, গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দলের সবাই শতভাগ বিলিয়ে দিয়েছে।

প্রসঙ্গত, নিদাহাস ট্রফিতে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার উঠে ওয়াশিংটন সুন্দরের হাতে। আর ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠে রোহিতের হাতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *