রঙিন ঘুড়ি
মনিকা শকুন্তলাআকাশ জুড়ে রঙিন ঘুড়ি
রংধনুদের ওড়াউড়ি
উড়ছে যেনো রাঙা শাড়ি
নীলআকাশে রঙিন পরী।
মনিকা শকুন্তলাআকাশ জুড়ে রঙিন ঘুড়ি
রংধনুদের ওড়াউড়ি
উড়ছে যেনো রাঙা শাড়ি
নীলআকাশে রঙিন পরী।
লাটাই হাতে ঘুরছি আমি
যাচ্ছি ধেয়ে ঘুড়ির বাড়ি
অনেক দূরে নয়তো কাছে
উড়ছে ঘুড়ি আকাশ মাঝে।
একটুখানি গোত্তা খেয়ে
পড়লো ঘুড়ি সরাৎ জোরে
দৌড়ে গিয়ে যখন দেখি
ঘুড়ি নেইকো কাটাকুটি।
সরাৎ জোরে বাতাস এসে
রঙিন ঘুড়ি দিল ছিড়ে!!
আমি এখন কি যে করি
কোথায় পাই নতুন ঘুড়ি?
হাওয়া তুই নিপাত যা
সা সা শব্দে আসবি না,
আবার যদি দেখি তোকে
মারব বড্ড,বলবো মা কে!