রানি বলে, ‘রাজা!
অসৎ মানুষ ধরে ধরে
দিবে তুমি সাজা।
প্রজা যেন সুখে থাকে
করবে এমন কাম
দেশকে যারা ভালোবাসে
তাঁদের দিবে দাম।
তোমার কামে থাকে যেন
প্রজাগণের আস্থা
কঠোর হস্তে দমন করো
দুর্নীতির সব রাস্তা।
প্রজার স্বাধীন মত প্রকাশে
তোমার বাধা থাকবেনা
তোমার দেশে স্বৈরাচারি
কোন নিয়ম রাখবেনা।
তোমার পুলিশ বিরোধীদের
ধরে ধরে মারবেনা
আকাম কুকাম করবে যারা
তাদের কভু ছাড়বেনা।
প্রজার মঙ্গল চিন্তা করে
চালাও যদি দেশ
ইতিহাসে নামটা তোমার
উজ্জ্বল রবে বেশ।’
রানির উপদেশ -মহিউদ্দিন জুলহাস
