রামেলা
মহিউদ্দিন জুলহাস
মহিউদ্দিন জুলহাস
ছোট্ট মেয়ে রামেলা
মাকে করে ঝামেলা।
মা যে দিলেন বকা তারে
জ্বালাও কেন বারেবারে।
যখন করি রান্না
কেন করো কান্না?
কান্না করলে বিয়ে দেব
সঙ্গে একটা টিয়ে দেব।
কী যে সুন্দর টিয়ে পাখি
মুছে ফেল ভিজা আঁখি।
আঁখি রাখলে পবিত্র
ভালো থাকবে চরিত্র।