রিয়াল বেটিসকে ৫-৩ গোলের ব্যবধানে হারায় রিয়াল।

লা লিগায় রিয়ালের শিরোপা জেতার সম্ভাবনা খুবই কম। আছে পয়েণ্ট টেবিলের ৪র্থ নম্বরে। বার্সা-অ্যাটলেটিকো যদি টানা হারে এবং রিয়াল যদি টানা জিততে পারে তবেই সম্ভব। তবে অপ্রতিরোধ্য বার্সাকে হারানোর সাধ্য কার। তাই লা লিগা শিরোপা যে রিয়ালের হাতে উঠছে না মোটামুটি নিশ্চিত।

তাই বলে জায়ান্ট রিয়াল তো আর গোল উৎসব বন্ধ করতে পারে না। রোববার রাতে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল বেটিসকে ৫-৩ গোলের ব্যবধানে হারায় রিয়াল।প্রথমার্ধে দুই গোল খেয়ে রিয়াল বেতিসের বিপক্ষে আবারও হারের শঙ্কা জেগেছিল। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লা লিগার প্রথম পর্বের পরাজয়ের মধুর প্রতিশোধ নিয়েছে রিয়াল মাদ্রিদ।

সেপ্টেম্বরে সান্তিয়াগো বার্নাবুতে প্রতিযোগিতায় গতবারের চ্যাম্পিয়নদের একমাত্র গোলে হারিয়েছিল রিয়াল বেতিস।

ম্যাচের ১১তম মিনিটে ম্যাচে প্রথম সুযোগ পেয়েই এগিয়ে যায় রিয়াল। রোনালদোর জোরালো শট ঠেকিয়ে দিয়েও বিপদ মুক্ত করতে পারেনি বেটিস গোলরক্ষক আন্তোনিও আদান ফিরতি বল হেডে জালে জড়ান আসেনসিও।

২৫তম মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড লোরেনের দূরপাল্লার শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হলে সে যাত্রায় বেঁচে যায় রিয়াল। একের পর এক আক্রমণ করতে থাকা স্বাগতিকদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি রিয়াল। মাত্র চার মিনিটের ব্যবধানে দুইবার গোল হজম করতে হয় জিদানের শীষ্যদের।

বিরতির পর পঞ্চম মিনিটে লুকাস ভাসকেসের কর্নারে সের্জিও রামোসের দারুণ হেডে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ।

৫৫তম মিনিট ওয়েলসের উইঙ্গার গ্যারেথ বেলের একটি শট ঝাঁপিয়ে ঠেকান বেটিস গোলরক্ষক। তাতে কর্নার না দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়ে হলুদ কার্ড দেখতে হয় বেলকে।

৫৯তম মিনিটে আসেনসিও দ্বিতীয় গোলে এগিয়ে যায় রিয়াল। কারভাহালের বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে বাঁ-পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ।

ছয় মিনিট পর ব্যবধান বাড়িয়ে জয়ের পথ প্রশস্ত করেন রোনালদো। কাসেমিরোর উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে আসরে নিজের দ্বাদশ গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড।

৫-৩ গোলের ব্যবধানে হারায় রিয়াল

কিছুক্ষণ পর স্প্যানিশ মিডফিল্ডার ফাবিয়ান রুইসের বাঁকানো দূরপাল্লার শট অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে ঠেকান নাভাস। ৭৩তম মিনিটে হোয়াকিনের প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৮৫তম মিনিটে বাঁ-দিক থেকে জুনিয়র ফিরপোর দারুণ ক্রস ছয় গজ বক্সে পেয়ে ব্যবধান কমিয়ে লড়াই নতুন করে জমিয়ে তোলেন বদলি ফরোয়ার্ড সের্জিও লেওন।

তবে অতিরিক্ত সময়ে রোনালদো বদলি হিসেবে নেমে দীর্ঘ দিনের গোল খরা কাটালেন ফরাসী ফরোয়ার্ড করিম বেনজামা।  করা সময়ে ভাসকেসের পাস ধরে বেটিসের জালে বল পাঠায় বেনজামা।

এই জয়ে ভালেন্সিয়ার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে লিগে ৪র্থ অবস্থানে আছে রোনালদোর রিয়াল। ২৪ ম্যাচে রিয়ালের চেয়ে ১৭ পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সা। মেসিদের পয়েণ্ট ৬২।সমান ম্যাচ খেলে ৭ পয়েণ্ট কম নিয়ে অ্যাটলেটিকোর অবস্থান টেবিলে দ্বিতীয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *