জানো নাকি ওগো প্রিয়ে, লাল গোলাপের বার্তা ?
তোমায় রাঙাবে বলে মনে মনে গাঢ় রঙে আজ সে প্রস্ফুটিতা।
লাল গোলাপের পাপড়ি গুলো দুলছে দেখো হাওয়ায়,
বলতে পারো আজ এই দিনে কি কথা সে শুধায়?
নিরব মনে হাসবে শুধু বলবে না কি কিছু!
গোলাপ ঘ্রাণে মাতাল হাওয়া নেবে তোমার পিছু।।
কাব্যসুধা যেমনি করে মর্মে এসে পশে,
ঠিক তেমনি প্রেমধারা যায় যে প্রেমির পাশে।।
শতকোটি অভিমান আর অভিযোগের ভীড়ে,
প্রেম পিয়াসী হৃদয়পুরে দ্বীপ জ্বালাতে পারে।।
বলছে গোলাপ রাঙিয়ে প্রভাত
এই অবনীর কোলে,
আকাশ প্রদীপ হয়ে থাকো
ভালবাসার ছলে।।
তোমায় রাঙাবে বলে মনে মনে গাঢ় রঙে আজ সে প্রস্ফুটিতা।
লাল গোলাপের পাপড়ি গুলো দুলছে দেখো হাওয়ায়,
বলতে পারো আজ এই দিনে কি কথা সে শুধায়?
নিরব মনে হাসবে শুধু বলবে না কি কিছু!
গোলাপ ঘ্রাণে মাতাল হাওয়া নেবে তোমার পিছু।।
কাব্যসুধা যেমনি করে মর্মে এসে পশে,
ঠিক তেমনি প্রেমধারা যায় যে প্রেমির পাশে।।
শতকোটি অভিমান আর অভিযোগের ভীড়ে,
প্রেম পিয়াসী হৃদয়পুরে দ্বীপ জ্বালাতে পারে।।
বলছে গোলাপ রাঙিয়ে প্রভাত
এই অবনীর কোলে,
আকাশ প্রদীপ হয়ে থাকো
ভালবাসার ছলে।।
কবিতা: লাল গোলাপের বার্তা।
লেখিকা :মনিকা শকুন্তলা ।
তারিখ: 08.02.2025
লেখিকা :মনিকা শকুন্তলা ।
তারিখ: 08.02.2025