শহীদুল্লাহ কায়সার এর জীবনী ও সাহিত্যকর্ম

শহীদুল্লাহ কায়সার ফেনী জেলায় জন্মগ্রহণ করেন । তিনি পেশায় সাংবাদিক ছিলেন । ঔপন্যাসিক হিসাবে খ্যাতি অর্জন করেন ।

শহীদুল্লাহ কায়সার

আলবদর বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যায় । এরপর তাঁর আর কোন সন্ধান পাওয়া যায়নি ।

 

  • শহীদুল্লাহ কায়সারের জন্ম কত সালে – ১৬ ফেব্রুয়ারি ১৯২৭ সালে ।
  • তাঁর পুরো নাম ছিল – আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ ।
  • ’রাজবন্দীর রোজনামচা’ নামক তাঁর স্মৃতিকথা কবে প্রকাশিত হয় – ১৯৬২ সালে ।
  • ’সংশপ্তক’ কার রচনা – শহীদুল্লাহ কায়সার
  • ’সংশপ্তক’ ও ‘সারেং বউ’ কোন জাতীয় রচনা – উপন্যাস ।
  • শহীদ বুদ্বিজীবী সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার পেশায় কি ছিলেন – সাংবাদিক ।
  • Who is the writer of the novel ‘সারেং বউ’ – Shahidullah Kaiser.
  • তাঁর লেখা ’পেশোয়ার হতে তাসখন্দ’ কোন ধরনের রচনা – ভ্রমণ কাহিনী ।
  • তাঁর বিখ্যাত ‘সারেং বউ’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৬২ সালে ।
  • সমুদ্র উপকূলবর্তী জনপদের চিত্র তাঁল কোন উপন্যাসে ফুটে উঠেছে – ’সারেং বউ’ ।
  • ’সংশপ্তক’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৬৫ সালে ।
  • ’সংশপ্তক’ কথাটি দ্বারা বোঝায় – যে সৈনিক জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে অর্থাৎ পালিয়ে আসে না ।
  • তিনি কোন উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান – ‘সারেং বউ’ ।
  • ’সংশপ্তক’ উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য হলো – অসাম্প্রদায়িক জীবনবোধ ।

শহীদুল্লাহ কায়সার এর জীবনী ও সাহিত্যকর্ম

  • তিনি কি কি পুরস্কার লাভ করেন – আদমজী পুরস্কার (১৯৬২), বাংলা একডেমি পুরস্কার (১৯৬২) সালে ।
  • তিনি কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন – ‘সারেং বৌ’ ।
  • তাঁর প্রথম উপন্যাসের নাম – ’সারেং বৌ’ ।
  • তিনি কোন দুটি উপন্যাস লিখে বিখ্যাত হন – ‘সারেং বৌ’ ও ’সংশপ্তক’ ।
  • ’রাজবন্দীর রোজনামচা’ একটি – স্মৃতিকথা ।
  • তিনি কবে নিখোঁজ হন – ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে ।

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *