শান্তর ব্যাটিংয়ে রান পাহাড়ে মাশরাফির দল

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সকালে শাহীন পুকুরের বিরুদ্ধে টসে হেরে ব্যাটিংয়ে নামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মাশরাফির আবাহনী।  সতর্ক সূচনা করেও মাত্র ১৮ রান করে বিদায় নেয় ওপেনার এনামুল হক বিজয়। এরপর দুই তরুণ শান্ত-সাইফ মিলে করে ১৮৫ রানের জুটি। মূলত এই জুটি আবাহনীকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়।

৯৪ রান করে সাইফ বিদায় নিলেও। ঠিকই প্রথম শ্রেনীর ক্রিকেটে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেয় শান্ত।  ৯ ছক্কা ও ৯ চারে ১২০ বলে ক্যারিয়ার সেরা ১৫০ রানের ইনিংস খেলেন শান্ত। সাইফের বিদায়ের পর উইকেটে আসে অধিনায়ক নাসির।

উইকেটে নেমেই স্ট্রোকের ফুলঝুড়ি ছাড়েন নাসির। ৩ ছক্কা ও ৪ চারে ২৪ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার। নাসির বিদায় নিলেও অপরাজিত থেকেই মাঠ ছাড়েন দেড়শ করা শান্ত।

যার ফলে মাত্র ৪ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৩৫ রানের পাহাড় সমান স্কোর সংগ্রহ করে আবাহনী। শাহীনপুকুরের হয়ে সাইফউদ্দিন ও নাইম ২টি করে উইকেট নেয়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *