শেরপুর এ্যাডভান্সড্ স্কুল
# মনিকা শকুন্তলা
# মনিকা শকুন্তলা
ঠিক ঠিক এ্যাডভান্সড স্কুল,
একদিন ফোটাবেই ফুল,
ভুলে গিয়ে ভ্রান্তি আর ভুল,
আলোকিত হবে এই স্কুল।
আমাদের দৃঢ় প্রত্যয়
শিক্ষার হোক চিরজয়।
শেরপুর এ্যাডভান্সড্ স্কুল
তারুণ্যের হাতে গড়া ফুল।
লক্ষ্য কেবল একটাই
সুশিক্ষিত হতে চাই,
আমাদের শিক্ষার মান
জনম দিবে নবপ্রাণ।