শ্যাম প্রেয়সী-মনিকা শকুন্তলা

শ্যাম প্রেয়সী-মনিকা শকুন্তলা

মন ভরিলো হে নৃত্য পটিয়সী,
হৃদয় নাচিলো জল তরঙ্গে।
কোথা তব নিবাস কন্যে?
থাকো তুমি কোন বঙ্গে?
কিবা শোভা বসন ভূষনে,
কি যে তরঙ্গ শ্যাম বরণ অঙ্গে!
দেখি আর ভাবি বিমোহিত আমি –
রাধিকা বুঝি বা এসেছে নবরঙ্গে।
নয়ন যুগলে হরিনী আবেশ,
যতনে সেজেছে ঘনকালো কেশ।
সুনিপুণ হাতে মুদ্রার তালে,
মনপ্রাণ আজ উছলিয়া পড়ে।
কিবা তৃষ্ণা চোখের মণিতে,
চায় সে সতত শ্যাম কে দেখিতে।
আমি ও যেনো সেই ভাবে গড়া,
শ্যাম দেখিতে তৃষিত শকুন্তলা।।

***Poetry : শ্যাম প্রেয়সী।
***Poet :Monika Shokuntola
***Inspired by the choreography of Ankita Roy

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *