সত্যেন্দ্রনাথ দত্ত এর জীবনী ও সাহিত্যকর্ম 

সত্যেন্দ্রনাথ দত্ত এর জীবনী

সত্যেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি কবি ও ছড়াকার । তাঁর পৈত্রিক নিবাস বর্ধমান এর চুপী গ্রামে । পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয় কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ।সত্যেন্দ্রনাথ দত্ত

মদ্যযুগে ভারতের ইতিহাস, সংস্কৃতি, পৌরাণিক প্রভৃতি বৃদ্বি-বৃত্তিবিষয়ক বিভিন্ন বিষয়ে তিনি ছিলেন সিদ্ধহস্তের অধিকারী । তাঁর কবিতায় নানা ভাষার শব্দ নিপুণ ছন্দে যুক্ত হয়েছে । এছাড়া তিনি বিভিন্ন ভাষা থেকে বাংলায় অনুবাদকর্মও করেছেন ।

  • তিনি জন্মগ্রহণ করেন – ১১ ফেব্রুয়ারি ১৮৮২ সালে কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ।
  •  ’নবকুমার’ ও ‘কবিরত্ন’ কার ছদ্মনাম – সত্যেন্দ্রনাথ দত্ত ।
  • ছন্দের যাদুকর নামে আখ্যায়িত করা হয় – সত্যেন্দ্রনাথ দত্ত ।
  • তাঁর অন্যান্য ছদ্মনাম হলো – অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ।
  • ‘সবিতা’(১৯০০) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’কুহু ও কেকা’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘বেণু ও বীণা’(১৯০৬) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’কুহু ও কেকা’ কাব্যগ্রন্থের রচয়িতা – সত্যেন্দ্রনাথ দত্ত ।
  • ’ফুলের ফসল’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’কুহু ও কেকা’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯১২ সালে ।
  • ’ফুলের ফসল’ কাব্যগ্রন্থের রচয়িতা – সত্যেন্দ্রনাথ দত্ত ।
  • তাঁর রচিত ‘সন্ধিক্ষণ’(১৯০৫) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’ফুলের ফসল’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯১১ সালে ।
  • তাঁর রচতি ’রঙ্গমল্লী’(১৯১৩) কোন জাতীয় রচনা – অনুবাদ নাটক ।
  • ’চীনের ধূপ’ কোন জাতীয় রচনা – গদ্য রচনা ।
  • তাঁর রচিত ’চীনের ধূপ’ (অনুবাদ প্রবন্ধগ্রন্থ) গদ্য রচনা প্রকাশিত হয় – ১৯১২ সালে ।

সত্যেন্দ্রনাথ দত্ত এর জীবনী

  • ’তীর্থ সলীল’(১৯১৮) কোন জাতীয় রচনা – অনুবাদ ।
  • তাঁর রচিত ‘বিদায় আরতি’(১৯২৪) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’তীর্থ রেণ’(১৯২০) অনুবাদ গ্রন্থটির রচয়িতা – সত্যেন্দ্রনাথ দত্ত ।
  • ’বেলা শেষের গান’ কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘মণি মঞ্জুষা(১৯১৫)’ কোন জাতীয় রচনা – অনুবাদ কাব্য ।
  • তাঁর রচিত ‘তুলির লিখন’(১৯১৪) একটি – কাব্যগ্রন্থ ।
  • হসন্তিকা’(১৯১৯) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’বেলা শেষের গান’(১৯২৩) কাব্যগ্রন্থের রচয়িতা – সত্যেন্দ্রনাথ দত্ত ।
  • তাঁর রচিত ‘অভ্র-আবীর’(১৯১৬) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’জনম দুঃখ’(১৯১২) কোন জাতীয় রচনা – অনুবাদ উপন্যাস ।
  • তাঁর রচিত ‘হোম শিখা’(১৯০৭) কোন জাতীয় রচনা – কাব্যগ্রন্থ ।
  • ’তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন’ – অক্ষয় কুমার দত্ত ।
  • তিনি কত বছর বয়সে মৃত্যুবরণ করেন – মাত্র ৪০ বছর বয়সে ।
  • তিনি মৃত্যুবরণ করেন – ২৫ জুন, ১৯২২ সালে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *