#photography_ Sadik Khan.
______________
তুমি কি জানো সূরা ফাতিহা লিখেছেন কোন জন?
তুমি কি দেখেছো সুরা ফাতিহায় রয়েছে সাতটি চরণ।
প্রতি চরণের অন্তরাতে একটু পড়ে দেখো,
মহাঐক্য রয়েছে সেখানে অন্ত্যমিল খোঁজো।
” ইহদিনাস্ সিরাতাল মুস্তাকিম,”
————————-
তুমি কি এর সরল মানে বোঝো?
নাকি সেজদায় পরে কেবল অর্থ বিত্ত খোঁজো?
“মালিকী ইয়াওমিদ্দীন”
————————
“হে সমগ্র সৃষ্টির স্রষ্টা, তুমি সরল পথের দ্রষ্টা;
করো আমায় তুমি করুনা, আমি পথহারা আর হবো না”
—————–
“গইরিল মাগদুবি আলাইহিম,
ও-আলাদ্দুআল্লিন”
“যে পথে গিয়েছে অমর হয়েছে,
সত্যের অনুসারী –
সে দিকে আমায় ধাবিত করো গো;
চির সত্যের দিশারী।
যে পথে মিশেছে তোমার প্রেরিত পয়গম্বর, অলি…
আমি ও পথিক সিজদায় বসে অসীমের পথ খুঁজি।
করি নাকো সরল পথের সহজ কোনো সাধন!
নিজ গুনে ক্ষমো অপরাধ, করো দুঃখ হরণ।।
————————-
**Rights reserved.
**Inspired by Surah Al Fatiha.
**Written Dated:- 09/10/2025