লোহিত রক্ত কণিকা গঠন হয় – কতকগুলো অস্থির লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্ত কনিকা তৈরি হয় ।
- রক্তচাপ দুই ধরনের – ১. সিস্টোলিক চাপ, ২. ডায়াস্টোলিক চাপ ।
- একজন পূর্ণ বয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ কত – সিস্টোলিক চাম ১২০ এবং ডায়াস্টোলিক চাপ ৮০ ।
- মস্তিষ্কের কোন ধমনীতে রক্ত সরবরাহ বন্ধ হলে – স্ট্রোক হয় ।
- পূর্ণাঙ্গ মানুষের প্রতি বক্ষ লম্বায় প্রায় – ১২ সেন্টিমিটার, প্রস্থে ৬ সেন্টি মিটার ।
- বক্ষের যে অংশ থেকে ইউরেটার উৎপত্তি হয় সে অঞ্চলকে বলে – পেলিভিস ।
- বক্ষের গঠণ ও কাজের একককে বলে – নিফ্রন ।
- একটি বক্ষে নেফ্রনের সংখ্যা প্রায় – ১০ লক্ষ ।
- নিউমোনিয়া একটি – ব্যাকটেরিয়াজনিত রোগ ।
- হার্ট এ্যাটাক হলো – হঠাৎ করে হৃদ স্পন্দন বন্ধ হয়ে যাওয়া ।
- শ্বাসনালীর ভেতরে আবৃত ঝিল্লীর প্রদাহের কারণে – ব্রাঙ্কাইটিস রোগ হয় ।
- ঘন ঘন জ্বর ও হৃদযন্ত্রের প্রদাহ হলো – বাত জ্বরের লক্ষণ ।
- চোখের একটি জটিল রোগ হলো – গ্লুকোমা ।
- মানব দেহের সবচেয়ে শক্ত অংশ হলো – দাঁত ।
- রক্ত এক ধরনের – তরল যোজক কলা ।
- অগ্ন্যাশয় থেকে নির্গত চিনির বিপাক নিঃসরণকারী হরমোনের নাম – ইনসুলিন ।
- প্লাক হচ্ছে – দাঁতের রোগ ।
সাধারণ জ্ঞান -চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
- দাঁত অকলে পড়ে যাওয়ার কারণ হলো – প্লাক ।
- যে সকল উপাদান নিয়ে দাঁত গঠিত হয় – ১.ডেন্টিন, ২.এনামেল, ৩. দন্তমজ্জা, ৪. সিমেন্ট ।
- একজন পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্ত থাকে – ৫-৬ লিটার ।
- আগ্ন্যাশয় অবস্থিত – পাকস্থলী ও ডিওডেনামের নিচে ।
- জীবের বংশ গতির বৈশিষ্ট্য বহন করে – ক্রোমোসোম ।
- মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি হলো – যকৃত ।
- যকৃতের কাজ হলো – ১. যকৃত দেহের সঞ্চয় ঘর হিসাবে কাজ করে । ২. যকৃত লোহিত কণিকা সৃষ্টি করে । ৩. যকৃত আমিষ সংশ্লেষণে সহায়তা করে ।
- পেরিকার্ডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকে – হৃৎপিন্ড ।
- হৃৎপিন্ডের প্রাচীর হলো – বেশ পুরু এবং তিন স্তর বিশিষ্ট ।
- ব্যাঙের হৃৎপিন্ড প্রধান – তিন প্রকোষ্ঠ বিশিষ্ট ।
- ব্যাঙের হৃৎপিন্ডে নিলয় থাকে – একটি ।
- অসংখ্য বেলুনের মত ক্ষুদ্র ক্ষুদ্র পকোষ্ঠের সমন্বয়ে গঠিত হয় – ফুসফুস ।
- মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশকে বলা হয় – মেড়ুলা ।
- মস্তিষ্ক ও সুষুম্নাকান্ড বা মেরুরজ্জুকে আবৃত করে রাখে – মেনিনজেস ।
- অক্ষি গোরকের সবচেয়ে ভিতরের স্তর হলো – রেটিনা ।
- মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা – ৯৮.৪ ডিগ্রী ।
- মানুষের শরীরে হাড় আছে – ২০৬ টি ।
সাধারণ জ্ঞান -চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
- অ্যামিনিয়া বা রক্ত শুণ্যতা হয় – লৌহের অভাবে ।
- অ্যান্টিবায়োটিক তৈরি হয় – জীবানুর জীব দেহাবশেষ থেকে ।
- হাম, হেপাটাইটিস, এইডস, বসন্ত, পোলিও ইত্যাদি – ভাইরাস জনিত রোগ ।
- DNA দিয়ে গঠিত বংশ গতির একক – জিন ।
- জীব দেহের গঠন ও কাজের একককে – কোষ বলে ।
- একজন মানুষের শরীরে রক্তের পরিমাণ – প্রায় তিন কেজি ।
- প্রাপ্ত বয়স্ক লোকের দাঁত থাকে – ৩২ টি ।
- মানুষের শরীরের রক্তে লোহিত কণিকা বিদ্যামান তাই রক্তের রং হয় – লাল ।
- সুস্থ্য দেহে মিনিটে মানুষের নাড়ির স্পন্দন – ৭২ বার ।
- মানুষের শরীরের পানির পরিমাণ শতকরা – ৭০ ভাগ ।
- মৃত বা অল্প ক্ষমতার রোগ জীবানু তরলে মিশিয়ে টিকা হিসাবে ব্যবহার করা হলো – ভ্যাকসিন ।
- শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন সুই ফুটিয়ে চিকিৎসা করা হলো – আকুপাংচার ।
- হাড় বিষয়ক বিজ্ঞন চর্চাকে বলে – Osteology ।
- Radiology হলো – X-ray এবং তেজস্কিয়তা সম্পর্কীয় বিজ্ঞান ।
- কয়েকটি এন্টিবায়েটিক হলো – পেনিসিলিন, নিয়োমাইসিন, জেনটামাইসিন ।
- টিটিনাস, ডিপথেরিয়া হলো – ব্যাকটেরিয়া জনিত রোগ ।
সাধারণ জ্ঞান -চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
- ইনসুলিন আবিষ্কার করেন – কানাডার দুই চিকিৎসক। ফ্রেডরিক ব্যান্টিং এবং চার্লস বেস্ট ।
- ফাইলেরিয়া রোগের জীবানু বহন করে – স্ত্রী কিউলেক্স মশা ।
- পীত জ্বর ও যেঙ্গু জ্বর রোগের জীবানু বহন করে – স্ত্রী এডিস মশা ।
- ম্যালেরিয়া রোগের জীবানু বহন করে – স্ত্রী অ্যানোফিলিস মশা ।
- কালা জ্বর রোগের জীবানু বহন করে – স্ত্রী ম্যান্ড মাছি ।
- জলাতংক (ব্যাবিস) এর কারণে – ল্যাথায়রিজম হয় ।
- যক্ষার হাত থেকে মুক্তি পেতে দেয়া হয় – বিসিজি টিকা ।
সাধারণ জ্ঞান -চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
- মাথা ধরা হলো – মাথা ধরা কোন রোগ নয়, স্নায়ু মন্ডলীর কোন অংশে চাপ পড়লে মাথাধরা দেখা দেয় ।
- রোগ জীবানু তত্ত্ব উদ্ভাবন করেন – বিজ্ঞানী লুই পাস্তর ।
- Hospital হলো – ল্যাটিন শব্দ ।
- Hospital শব্দের অর্থ – Guest house ।
- ৩৫c0 তাপমাত্রার নিচে শিশুর শরীরের তাপমাত্রা নামলে বলে – হাইপোথারমিয়া ।
- কালা জ্বর রোগ ছড়ায় – বালি মাছি নামক এক প্রকার মাছি ।
- হোমিও প্যাথির আবিষ্কারক – এম. সি. এফ. হ্যানিম্যান ।
- বার্ড ফ্লু এর উৎস – মুরগি ।
- আগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরন কমে গেলে হয় – বহুমূত্র ।
- উচ্চ রক্তচাপের জন্য দায়ী – আড্রিনালিন গ্রন্থি ।
সাধারণ জ্ঞান -চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কিছু তথ্য
- হৃৎপিন্ডের প্রকোষ্ঠের প্রসারকে বলে – ডায়াস্টোল ।
- এন্টিবায়োটিক ওষুধ তৈরী হয় –ছত্রাক থেকে ।
- ’হংকং ভাইরাস’ নামে পরিচিত ‘সার্স’ প্রথম পাওয়া যায় – চীন দেশে ।
- মানুষের হাতের পাঁচটি আঙ্গুলে মোট অস্থি থাকে – ১৪ টি ।
- মানুষের পাকস্থলীর আকৃতি – ”J“ অক্ষরের মত ।
- দেহের সর্বোচ্চ তাপ উৎপাদনকারী উপাদান – চর্বি ।
- আমাদের দেহে ফুসফুস আছে – ২ টি ।
- মানুষের দেহের পুষ্টি সাধন করে – সংবহনতন্ত্র ।
- আমাদের দেহের কত শতাংশা মাংস দখল করে আছে – ৪০ শতাংশ ।
- মানুষের রোগ প্রতিরোধকারী ক্ষমাতাকে লোপ করে দেয় – এইডস ভাইরাস ।
- ডেঙ্গু হলো – ভাইরাস জনিত রোগ ।
- ডেঙ্গুর মৌসুম মূলত – এপ্রিল থেকে অক্টোবর ।