সাধের কাঁহন- মনিকা শকুন্তলা
একজোড়া কাঁকন চাই
হ সত্যি কইছি আমার একগাছা কাঁহন চাই…
হাতের কাঁহন। যে গয়নায় চাইয়া চাইয়া দেহুম খালি তোমার আমার সুখ।
শরম পাইয়া গয়নার পাশে লুকাই ফেলবাম মুখ।
সারা গেরাম ঘুইরা ফিরা কাঁহন পিন্দা হাতে
মনের সুখে গীত গাইবাম তুমি যদি থাহো আমার লগে।
কি গো ময়নার বাপ কি দেহো অমন কইরা চাইয়া?
সত্যি সত্যি দিবা কিন্তু গয়না জোড়া গইড়া।
এইবার যদি ধান বেইচ্চা থাহে কিছু আয়
তাইলে কিন্তু হেই ট্যাহা দি বালা বানানি যায়।
আমার কতা হুইন্যা খালি খিলখিলাইয়া হাসো
হাচা কইরা কও দেহি আমারে কি ভালোবাসো?
হেই ছোডোকালের থন আমার ইচ্ছা আছিল
দুইহাত ভইরা কাঁহন পইরা দেহুম আসমানের নীল।
হঠাত কইরা কালাম্যাঘে ভাসায় যদি ঘর
বানের পানিত সবতা ভাসপো ভাসতোনা বালাখান মোর।
দেহো দেহো সুন্দর দুইখান হাত এই যে আমার
অহন তরি সাজাইবার পারছিনা,করছিনা মিছা আবদার।
এইবার যদি সপনখান পুরা হইয়া যায় তাইলে কিন্তু
ঘুইরবার যামু আমার বাপের বাড়ির গায়।
সঙ্গে কইরা লইয়া যামু ময়না আর মন্তুরে
তোমার কিন্তু লগি বাইয়া নিতে হইবো নায়।
হ সত্যি কইছি আমার একগাছা কাঁহন চাই…
হাতের কাঁহন। যে গয়নায় চাইয়া চাইয়া দেহুম খালি তোমার আমার সুখ।
শরম পাইয়া গয়নার পাশে লুকাই ফেলবাম মুখ।
সারা গেরাম ঘুইরা ফিরা কাঁহন পিন্দা হাতে
মনের সুখে গীত গাইবাম তুমি যদি থাহো আমার লগে।
কি গো ময়নার বাপ কি দেহো অমন কইরা চাইয়া?
সত্যি সত্যি দিবা কিন্তু গয়না জোড়া গইড়া।
এইবার যদি ধান বেইচ্চা থাহে কিছু আয়
তাইলে কিন্তু হেই ট্যাহা দি বালা বানানি যায়।
আমার কতা হুইন্যা খালি খিলখিলাইয়া হাসো
হাচা কইরা কও দেহি আমারে কি ভালোবাসো?
হেই ছোডোকালের থন আমার ইচ্ছা আছিল
দুইহাত ভইরা কাঁহন পইরা দেহুম আসমানের নীল।
হঠাত কইরা কালাম্যাঘে ভাসায় যদি ঘর
বানের পানিত সবতা ভাসপো ভাসতোনা বালাখান মোর।
দেহো দেহো সুন্দর দুইখান হাত এই যে আমার
অহন তরি সাজাইবার পারছিনা,করছিনা মিছা আবদার।
এইবার যদি সপনখান পুরা হইয়া যায় তাইলে কিন্তু
ঘুইরবার যামু আমার বাপের বাড়ির গায়।
সঙ্গে কইরা লইয়া যামু ময়না আর মন্তুরে
তোমার কিন্তু লগি বাইয়া নিতে হইবো নায়।