মাকে সেদিন প্রশ্ন করে
ছোট্ট ছেলে তূর্য
মাগো তুমি সঠিক জানো
হলুদ কেন সূর্য।
১৩ লক্ষ ৮৪ হাজার
সূর্য মামার ব্যাস
তার আলোতে ঝলসে ওঠে
বিশ্বের সকল দেশ।
বিদ্যালয়ে গিয়ে আমি
শিখে এলাম পাঠ
ওই সূর্যকে কেন্দ্র করে
ঘুরছে গ্রহ আট।
সূর্য যদি না দেয় আলো
প্রাণটা যাবে ফুড়ুত্ তো
আল্লাহ যা করছে সৃষ্টি
সবই ভীষণ গুরুত্ব।
সূর্য- মহিউদ্দিন জুলহাস
