হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-২৫

বাবা, আমি ওদের দুজনকে খুব সুন্দর একটা উপহার দিতে চাইঅবশ্যই দেবেতােমার বন্ধুরা নিশ্চয়ই তােমার কাছে দামী গিফট আশা করেআমি নতুন ধরনের কোন গিফট দেবার কথা ভাবছিদামী কিছু নাযেমন?

মেঘের ছায়া  

জয়দেবপুরে আমাদের যে বাগানবাড়ি আছে আমি ভাবছি বাড়িতে তাদের আমি কয়েকদিন থাকতে বলবওরা খুব পছন্দ করবে, বাবাএত সুন্দর বাড়িএত সুন্দর বাগানজোছনা রাতে ঝিলে যে নৌকা আছে সেখানে ওরা চড়বেআমার ভাবতেই ভাল লাগছেচা খাবে শুভ্র

নাতােমার মাথা ধরা কি সেরেছে?” 

এখন নেইএকটু বস, আমি আমার নিজের জন্যে চায়ের কথা বলিএই চা ঠাণ্ডা হয়ে গেছে। 

 বাবা, আমার বন্ধু বিয়ে করে খুব সমস্যার মধ্যে পড়েছেআমাকে কিছু বলেনিতবু আমার অনুমান জাহেদ কেয়াকে নিয়ে কোথাও উঠতে পারছে নাজয়দেবপুরের বাড়িতে ওরা যদি থাকতে পারে তাহলে জীবনের শুরুটা ওদের অসম্ভব সুন্দর হবে” 

মেঘের ছায়া খন্ড-২৫

আমার কিন্তু তা মনে হয় না, শুভ্রআমার মনে হয়, ওরা যদি বাড়িতে দিন থাকে তাহলে ওরা হতাশাগ্রস্ত হবেওদের জীবনের শুরু হবে ভুল দিয়েহুট করে বিয়ে করে ছেলে যে সমস্যা তৈরি করেছে তােমার জয়দেবপুরের বাগানবাড়ি সেই সমস্যার কোন সমাধান নয়তােমার বন্ধুর সমস্যা তাকেই সমাধান করতে হবে। 

শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যে কোন সুন্দর জিনিস কিন্তু আমরা অন্যের সঙ্গে শেয়ার করিএকটা ভাল গান শুনলে আমরা সেই গান অন্যদের শােনাতে চাইএকটা ভাল বই পড়লে অন্যদের সেই বই পড়তে বলিআমাদের এত সুন্দর একটা বাড়ি, সেই বাড়ি অন্যদের সঙ্গে শেয়ার করলে কি ক্ষতি বাবা?

 সব জিনিস শেয়ার করা যায় নাআমি একটা Crude উদারহরণ দিয়ে ব্যাপারটা তােমাকে বােঝাই মনে কর তুমি বিয়ে করলেঅসাধারণ একটি মেয়েকে বিয়ে করলে যে মেয়ে তােমার কাছে মধুর সংগীতের মততুমি কিন্তু সেই মধুর সংগীত তােমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে না

মেঘের ছায়া খন্ড-২৫

বাড়ির বেলাও এই কথাটা সত্যিবাড়ি হল খুবই ব্যক্তিগত সামগ্রীর একটি নিজের পােশাকের মতপােশাক যেমন তােমাকে ঢেকে রাখে, বাড়িও তােমাকে ঢেকে রাখেতুমি কি আমার কথায় মন খারাপ করেছ?” 

হ্যা, আমি সারা রাস্তা ভাবতে ভাবতে আসছিলাম ওদের দুজনকে কিছু বলব নাগাড়িতে করে জয়দেবপুরের বাড়িতে নামিয়ে রেখে বলব আগামী এক সপ্তাহের জন্যে এই বাড়ি তােদের। 

তুমি কি ওদের তুই করে বল ?” জাহেদকে তুই করে বলিতােমার মুখে তুই শুনতে ভাল লাগে না, শুভ্রবাবা, আমি উঠি ?” 

আচ্ছা যাওআমার নিজেরও কিছু কাজ আছেতােমার মাকে বল, আমার ফিরতে রাত হবেসে যেন কোথায় যেতে চাচ্ছিল একাই যেতে বলবে” 

মেঘের ছায়া খন্ড-২৫

আচ্ছা. আর এই নিউজ উইকটা নিয়ে যাও। আর্টিফিসিয়েল ইন্টেলিজেন্সএর উপর অসাধারণ একটা অর্টিকেল আছেতােমার পড়তে ভাল লাগবে। 

শুভ্র হাত বাড়িয়ে নিউজ উইক নিলইয়াজউদ্দিন সাহেব বেল বাজিয়ে মনিরুল ইসলামকে আসতে বললেনমনিরুল ইসলাম ঢুকলতার চোখেমুখে ভীত ভাব 

স্পষ্ট। 

বস মনিরুল| মনিরুল বসলইয়াজুদ্দিন ঘড়ি দেখলেনএখনাে হাতে সময় আছেতাকে চা দেয়া হয়েছেচিনি ছাড়া চায়ে চুমুক দিতে দিতে বললেন, এই প্রতিষ্ঠানে তােমার চাকরি কতদিন হয়েছে

স্যার, প্রায় বছর

 

Read more

হুমায়ূন আহমেদের লেখা মেঘের ছায়া খন্ড-২৬

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *