আপনি কীভাবে বুঝবেন? এইসব সূক্ষ্ম বিষয় বুঝতে হলে সূক্ষ্ম বুদ্ধি লাগে। আপনার বুদ্ধি তাে পাঁঠা-শ্রেণীর। হাবিবুর রহমান বললেন, এইসব জিনিস বােঝা যায় । আমি পরিস্কার বুঝতে পারছি, ফরিদা পনেরাে-বিশ দিনের বেশি নাই। ইমরুলকে নিয়ে কী করব আমি এই চিন্তায় অস্থির। আমার একার পক্ষে ইমরুলকে বড় করা সম্ভব না।
দত্তক দিয়ে দিন। ছেলেপুলে নেই এমন কোনাে ফ্যামিলির কাছে দিয়ে দিন। ওরা পেলে বড় করুক। বড় হবার পর আপনি পিতৃপরিচয় নিয়ে উপস্থিত হবেন। ছেলে সব ফেলে-ফুলে বাবা বাবা বলে আপনার কাছে ছুটে আসবে। কোকিল যেমন কাকের বাসায় সন্তান পালন করে, অনেকটা সে-রকম।
হিমু ভাই! জি। আপনি কি ঠাট্টা করছেন। ঠাট্টা করব কী জন্যে।
আমি আমার এত আদরের সন্তানকে অন্যের হাতে তুলে দেব। আমার কষ্টটা দেখবেন না।
সে আসে ধীরে খন্ড-৭
অবশ্যই আপনার কষ্ট হবে। আপনার যতটুকু কষ্ট হবে ঠিক ততটুকু আনন্দ হবে যে ফ্যামিলি আপনার ছেলেকে নেবে। একে বলে ন্যাচারাল ইকুইলিব্রিয়াম। সাম্যাবস্থা। একজনের যতটুক আনন্দ অন্যের ততটুকু দুঃখ। Conservation of Happiness। হিমুর সেকেন্ড ল অব মেন্টাল ডিনামি।
হিমুর সেকেন্ড ল অব মেন্টাল ডিনামিক্স । জি, থার্মোডিনামিক্সের ল’র সঙ্গে কিছু মিল আছে।
হাবিবুর রহমান দুঃখিত গলায় বললেন, হিমু ভাই, কিছু মনে করবেন না আপনি সবসময় ধোয়াটে ভাষায় কথা বলেন, আমি বুঝতে পারি না। আমার খুবই কষ্ট হয়।
বুঝিয়ে দেই।
দরকার নেই, বুঝিয়ে দিতে হবে না। আপনাকে দেখে ভালাে লাগছে এটাই বড় কথা। আপনাকে যখনই দেখি তখনই ভরসা পাই। চা খাবেন ?
চা-পাতা চিনি এইসব আছে, নাকি কিনে আনতে হবে ?
চা-পাতা চিনি আছে। দুধও আছে। আপনি আসবেন জানি, এই জন্যে আনিয়ে রেখেছি।
হাবিবুর রহমান চা বানাতে রান্নাঘরে ঢুকলেন। আমিও তার সঙ্গে গেলাম। পাপ-পূণ্য বিষয়ক যে থিওরি মাথায় এসেছে, সেই থিওরিটা ব্যাখ্যা না করা পর্যন্ত শান্তি পাচ্ছি না।
হাবিবুর রহমান সাহেব।
জি।
আপনি কি নীলক্ষেতে পশুপাখির দোকানে কখনাে গিয়েছেন।
জি।
টিয়া পাখির সিজনে যাবেন, দেখবেন অসংখ্য টিয়া পাখি তারা চায় বন্দি করে রেখেছে। পঞ্চাশ টাকা করে পিস বিক্রি করে। আপনি যদি দুটা টিয়া পাখি একশ’ টাকায় কিনে খাঁচা খুলে পাখি দুটা আকাশে ছেড়ে দেন, ওদের বন্দিদশা থেকে মুক্ত করেন, তাহলে কি আপনার পুণ্য হবে না ?
জি, হবার কথা।
সে আসে ধীরে খন্ড-৭
এখন ভালােমতাে চিন্তা করে দেখুন আপনি যাতে পুণ্য করতে পারেন তার জন্যে একজনকে পাপ করতে হয়েছে। স্বাধীন পাখিগুলি ধরে ধরে বন্দি করতে হয়েছে। কাজেই যতটুকু পাপ ততটুকু পুণ্য। Conservation of energy-র মতাে Conservation of পাপ।
ভাই সাহেব, আপনি খুবই অদ্ভুত মানুষ। চা-টা কি বেশি কড়া হয়ে গেছে ? আমি চায়ে চুমুক দিয়ে বললাম, অসাধারণ চা হয়েছে। না কড়া, না পাতলা। হাবিবুর রহমান ছােষ্ট্র নিঃশ্বাস ফেলে বললেন, ফরিদাও আমার হাতে বানানাে চা খুব পছন্দ করে। রাতে ঘুমােতে যাবার সময় সে বলবে— এক কাপ চা বানিয়ে দাও না প্লিজ! আচ্ছা হিমু সাহেব, বেহেশতে কি চা পাওয়া যাবে?
বেহেশতে চা পাওয়া যাবে কি-না এই খোজ কেন নিচ্ছেন? হাবিবুর রহমান অস্বস্তির সঙ্গে বললেন, ফরিদার কথা ভেবে বলেছি। ও যে টাইপ মেয়ে, বেহেশতে যে যাবে এটা তাে নিশ্চিত। তার চা এত পছন্দ! বেহেশতে চা পাওয়া গেলে সে নিশ্চয়ই আরাম করে খেত।
উনার পছন্দ আপনার হাতে বানানাে চা। গেলমানদের হাতের বানানাে চা খেয়ে উনি তৃপ্তি পাবেন বলে মনে হয় না। চা যত ভালােই হােক আমার ধারণা উনি ভুরু কুঁচকে বলবেন, বেহেশতের এত নামডাক শুনেছি, কই এখানকার চা তাে ইমরুলের বাবার হাতের চায়ের মতাে হচ্ছে না।
হাবিবুর রহমান হেসে ফেলে বললেন, মনে হচ্ছে কথাটা আপনি ভুল বলেন নি। ইমরুলের জন্মের পরের ঘটনা কি আপনাকে বলেছি ?
কী ঘটনা? ফরিদা যখন শুনল তার ছেলে হয়েছে, কেঁদে-কেটে অস্থির। ছেলেকে কোলে পর্যন্ত নিবে না এমন অবস্থা!
কেন?
Read More