হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৫

তাহলেতাে বলা যেতে পারে সুজানের একটা বড় অংশই মন আড়ালে রেখে দেয়া হয়েছে

হিমুর রূপালী রাত্রি

 আপনি কি আমার সঙ্গে তর্ক করতে চাচ্ছেন?” 

না সন্দরী মেয়েদের সঙ্গে আমি তর্ক করি নাতারা যা বলে তাই হাসিমা মেনে নেই‘ 

সস্তা ধরনের কনভারসেশন আমার সঙ্গে দয়া করে করবেন নাসন্দী মেসেলের সঙ্গে আমি তর্ক করি নাএটা বহু পুরাতন ডায়ালগ বহুবার ব্যবহান শুলা হয়েছেশুনলেই গা জ্বালা করেআপনি খুব অল্প কথায় আমাকে বলুন কি দেখে ভয় পেয়েছিলেন, তারপর রিলিজ অর্ডার নিয়ে বাসায় চলে যান। 

আমি আপনাকে বল নাকলিজানার দৃষ্টি তীক্ষ হলতার ঠোটের সিগারেট নিভে গিয়েছিল সেআলেটা সিগারেট ধরাতে ধরাতে বলল, কেন বলবেন না

আমি শান্তগলায় বললাম, আপনাকে আমি বলে ব্যাপারটা বুঝাতে পারবনাআপনাকে দৃশ্যটা দেখাতে হবেঘটনাটা কি পরিমাণে অস্বাভাবিক তা জানার জন্যে আপনাকে নিজের চোখে দেখতে হবেআমি বরং আপনাকে দেখাবার ব্যবস্থা করি। 

আপনি আমাকে ভত্র দেখাবেন?‘ 

ভুত কিনা তাতাে জানি না যে জিনিসটা দেখে ভয় পেয়েছিলাম সেটা দেখাল । 

আমি গলিটার মুখে দাড়িয়ে আছি। 

ঢাকা শহরের অন্যসব গলির মতই একটা গলিএকপাশে নােংলা নর্দমা নর্দমায় গলা পিচের মত ঘনকাল ময়লা পানিগলিতে ডাষ্টবিন বসানাে হয় না বলে দুপাশের বাড়ির মালা গলিতেই ফেলা হয়সেই মালার বেশিরভাগ লােকের পায়ে পায়ে চলে যায়আর বাকিটা জমে থেকে শেকে এক সময়গলিরই অংশ হয়ে যায়। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৫

চারটা কুকুর থাকার কথা এদের দেখলাম নাসেই জায়গায় ছােট ছােট কিছু বাচ্চাকে দেখলাম টেনিস বল দিয়ে ক্রিকেট খেলছে। খেলা আপাতত বন্ধকারণ বল নর্দমায় ডুবে গেছেকাঠি দিয়ে বল খােজা হচেছনি মালা পানির নর্দমায় টেনিস বলের ডুবে যাবার কথা নাআর্কিমিডিসের সূত্র অনুযায়ী ভােলে থাকার কথাডুবে গেল কেন কে জানে| আমি গলির শেষ মাথা পর্যন্ত যাব কি যাব না ঠিক করতে পারছি নাএমন এই দিনের আলােয় শেষ মাথা পর্যন্ত যাওয়া না যাওয়া অর্থহীন মধ্যরাতে

পরেই কোন এক সময় আসতে হবেআজ বরং কিছুক্ষণ বাজালের ক্রিকেট খেলা দেখে ফিরে আসা যাক। সাতদিন হাসপাতালে শুয়ে থেকে শরীর অন্যতমহয়ে গেছেশরীর ঠিক করতে হবেহিমু টাইপ জীবন চর্চা শুরু করা দরকার | বাচ্চারা বল খুঁজে পেয়েছেনর্দমা থেকে বল তুলতে গিয়ে ভুটা বাচ্চা নােংরায় মাখামাখি হয়েছেতাতে তাদের কোন বিকার নেইবল খুঁজে পাওয়ার | আনন্দেই তারা অভিভূততারা তাদের খেলা শুরু করল 

আমি শুরু করলাম আমার খেলা ঢাকা শহরের রাস্তায় রাস্তায় হাটাগত সাতদিন এদের কাউকে দেখিনিরাস্তাগুলির জন্যে আমার মন কেমন করছেরাস্তাদেরও হয়ত আমার জন্যে মন কেমন করছেকথা বলার ক্ষমতা থালালে ওরা নিশ্চয়ই আমাকে দেখে আনন্দিত গলায় জীবনানন্দের মত বলত হিম সাহেব এত দিন কোথায় ছিলেন

 সন্ধ্যার দিকে আমি কাকরাইলের কাছাকাছি চলে এলাম আমার পদমালাকিছুক্ষণের জন্যে স্থগিত হলকারণ আমার পায়ের কাছে একটা মানিব্যাগ পেট ফুলে মােটা হয়ে আছেআমার কাছে মনে হল মানিব্যাগটা চিৎকার করেবলছেএই গাধা চুপ করে দাড়িয়ে আছিস কেন? আমাকে ভুলে পকেটে। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৫

ণে তা বলতে পারছি নাকোন একদিন এসে আপনাকে নিয়ে যাব। 

ফারজানা সিলেটে লম্বা টান দিয়ে বলল, আচ্ছা বেশ নিয়ে যাবেনআমি গ্রি লক্ষী নকুলে পাকব। মট করে চোখে পড়ে নাখে পড়ে নি? তার পালে আর তা কারও চোখে পড়বে না লুকিয়ে যে কেউ দেখছে না  লাল বলার নাস্তায় এলাে রাতের মণিব্যাগ, চুট করে চোখ সছেঅকালে লােন মাটির দিকে তাকিয়ে হাট ছাড়া অন্ধকার হয়ে এসেছেআকাশের লােক এন মাটির চি 

লালমতি তাকিয়ে হাটএইজনেই কা কারও চোখে পড়ে নি | পেটমােটা একটা মানিব্যাগ রাস্তায় পড়ে থাকবে আর তা কারও চোখে এটা ঠিক বিশ্বাসযোগ্য নাআমি সাতদিন রাস্তায় হিলাম না এই সা. সালে দেশের বাপই গুলিতে কা অবিশ্বাস্য কাণ্ডকারানা হাটতে শুরু কাল আমি হাত বাড়িয়ে মানিব্যাগ তুললামঅতিরিক্ত পেটমােটা মাটির সাধারণত মালপানি থাকে না, কাগ পান তাসা থাকে। এখানে হমতো তালে এক গানআমার আগে অনেকেই এই ব্যাগ তুলে ঠক খেয়ে অবান্ত হয় দিয়েছেএমনও হতে পারে সে ঘাপটি মেরে দূরে দাড়িয়ে আচ্ছে মজা দেখা 

এই দলটার যিনি ওস্তাদ তিনি আবার কথা বললেন, শ্ম ব্রাদার, তলাবলছেন না কেন? হাতে কা মানিল্যাগ

আমিঃ হাই তােলার মতাে ভঙ্গি করে বললাম, তাই তাে মনে হয় কুড়িয়ে পেয়েছেন

ড়িয়ে পাব কীভাবে? মানিব্যাগ তো আর ফুল না যে পড়ে থাকবে আর কুড়িয়ে নেব‘ 

পেয়েছেন কোথায়? ছিনতাই করেছি‘ 

দ্বিতীয় ছুঁচালাে যুৱক এবার হালকা চালে এগিয়ে আসছেবেশ বলশালীতাল হটছে গুড়িয়ে খুড়িয়েতার মুখভরতি পানসে ঠিক অনাল পাশে এলে। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৫

ব্যাগ খুললামগুপ্তধন পাওয়ার মতাে আনন্দ হলব্যাগভরতি টাকাবাবাবের রিবন দিয়ে বাঁধা পাচশো টাকার নােটের সুপত্রিশপয়ত্রিশ আল তাে হবেই, বেশিও হতে পারেব্যাগটা ঝট করে পাঞ্জাবির পকেটে লুকিয়ে যালতে যাব তখন মনে হল আমার পাঞ্জাবির পকেট নেইআমি হচ্ছি হিন্যদের পাঞ্জাবির পকেট থাকে নাহিমুরা অন্যের মানিব্যাগ এমন শুনেলকিয়ে ফেলতে চায় নাএখন কী করব? ব্যাগটা যেখানে ছিল সেখানে মেলে। 

অব? অসম্ভব! রাস্তায় পড়ে থাকা দশটিাকার একটা নােট ফেলে রেখে চলেযাওয়া যায়, কিন্ত পাঁচশো টাকার নােট ফোলে রেখে চলে যাওয়া যায় না নােটটা সম্বক হয়ে মানবসন্তানদের আকর্ষণ করতে থাকেঅতি বড় যে সাধু তার ভেতরে ও লুকিয়ে থাকে একটা ছিচকে চোর ভ্রলার, আপনার হাতে এটা কী মানিব্যাগ। 

আমি পাশ সিরুললাম দুচালাে চেহারার এক যুবক দাড়িয়ে আছে ঘুম থেকে অন্য হাতমুখ না ধুলে চেহারায় যেমন অসুস্থ ভাব লেগে থাকে তার মুখে সেই অসুস্থ ভাব চোখ হলুল ঠোট কালচে মেরে আছেনিচের ঠোট খানিকটা স্কুলে 

হইছে? প্রশ্নটা সে আমাকেই করল তার পরে আমি বিস্মিত হবার মতো করে বললাম, আমাকে বলছেনহে আপনারে, প্রবলেমটা কী

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৫

কোনাে প্রবলেম নেইআমার হাতে একটা মানিব্যাগ আছে এটাই প্রবলেমমানিব্যাগ ভরতি পাঁচশাে টাকার নােটত্রিশপঁয়ত্রিশ হাজার টাকাহবার কথাদেখবেন? এই যে নিন দেখুন। 

তার মুখচাওয়া চাওয়ি করল দেখতে চাইল না। তার শাৰেও আমি ব্যাগখুলে ভেতরটা দেখিয়ে দিলাম তারা আবারও মুখচাওয়াচাওমি করলআমার ব্যবহারে তার মনে হল খানিকটা বিভ্রান্তিতে পড়ে গেছেআমি মিষ্টি ত্রেহাসলামতাদের বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়ে মধুর গলায় বললাম, মানিব্যাগ। 

জুতাগড়া মন্ত্রলাঅনেক দিন কালি করা হয় নি, রক্ত চটে গেছেএকটু কালের আলাে একজনতার চেহারাও ছুঁচালো। তার মুখে অসুস্থ ভাব এবং চোখ  কোনাে ডাজার লেথলে দুজনকেই বিলিরুবিন টেস্ট করতে পাঠাতআমি এই জাতীয় যুবদের চিনি

 

Read More

হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-৬

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *