হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১

কোয়ান্টাম রসায়ন 

অনেকদিন থেকেই ভাবছিলাম হিমুর সঙ্গে মিসির আলির দেখা করিয়ে দেবদুজন মুখোমুখি হলে অবস্থাটা কি হয় দেখার আমারখুব কৌতুহল ম্যাটার এবং এন্টিমেটার একসঙ্গে হলে যা হয় তার নাম শুন্য। মিসির আলি এবং হিমুওতাে এক অর্থে ম্যাটার এবং এন্টিম্যাটার দুটি চরিত্রের ভেতর কোনটিকে আমি বেশী জরুত্ব দিচ্ছি সেটা জানার জন্যেও এদের মুখােমুখি হওয়া দরকারহিমুর দ্বিতীয় প্রহারে এলের মুখােমুখি করিয়ে দিলাম ।

 হিমুর দ্বিতীয় প্রহর

হুমায়ূন আহমেদ 

২৫১৭ 

আপনারে আমি খুঁজিয়া বেড়াই সকল কাটা বন্য স্বরে গৃহত্যাগী জোছনা 

ভীতু মানুষ বলতে যা বােঝায় আমি তা নাহঠাৎ ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে গেলে আমার বুকে ধক করে ধাক্কা লাগে নামাঝরাতে ঘুম ভেঙে যদি শুনি বাথরুমে ফিসফাস শােনা যাচ্ছে, কে যেন হাটছে গুনগুন করে গান গাইছে, কল ছাড়ছেবন্ধ করছেতাতেও আতশ্রস্ত হই নাএকবার ভুত দেখার জন্যে বাদলকে নিয়ে শশান ঘরে রাত কাটিয়েছিলাম শেষরাতে ধুপধাপ শব্দ শুনেছিচারদিকে কেউ নেই অথচ ধুপধাপ শব্দভয়ের বললে আমার হাসি পেয়ে গেল

আমার বাবা তার পুত্রের মন থেকে ভয়নামক বিষয়টি পুরােপুরি দূর করার জন্যে নানান পদ্ধতির আশ্রয় নিয়েছিলেনপদ্ধতিগুলি খুব যে বৈজ্ঞানিক ছিল তা বলা যাবে না, তবে পদ্ধতিগুলি বিফলে যায়নিকাজ কিছুটা করেছেচট করে ভয় পাই না| রাতবিরেতে একা একা হাটি কখনাে রাস্তায় আলাে থাকে, কখনাে থাকে নাবিচিত্র সব মানুষ এবং বিচিত্রসব ঘটনার মুখােমুখি হয়েছিকখনো আতঙ্কে অস্থির হই নিতিন চার বছর আগে এক বর্ষার রাতে ভয়ংকর একটা দৃশ্য দেখেছিলামরাত দুটা কিংবা তারচে কিছু বেশি বাজে

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১

আমি কাটাবনের দিক থেকে আজিজ মার্কেটের দিকে যাচ্ছিঝুম বৃষ্টি হচ্ছেচারপাশ জন শুন্যবৃষ্টিতে ভিজতে ভিজতে এগুচ্ছিখুবই মজা লাগছেমনে হচ্ছে সােডিয়াম ল্যাম্পগুলি থেকে সােনালী বৃষ্টির ফোটা পড়ছেহঠাৎ অবাক হয়ে দেখি প্যান্ট এবং শাদা গেঞ্জি পরা একজন মানুষ আমার দিকে ছুটে আসছেরক্তে তার শালা গেঞ্জি, হাতমুখ মাখামাখি চুরিতেও রক্ত লেগে আছেবৃষ্টিতে সেই রক্ত ধুয়ে ধুলো যাচ্ছেমানুষটা কি কাউকে খুন করে এদিকে আসছে? খুনি কখনাে হাতের অস্ত্র সঙ্গে নিয়ে পালায় নাব্যাপার কী? লােকটা থমকে আমার সামনে দাড়িয়েগেলইট লাইটের আলােয় আমি সেই মুখ দেখলাম সুন্দর শান্ত মুগ্ন, চোখদুটিও মায়াকাড়া বিষন্নলােকটির চিবুক বেয়ে টপ টপ করে পানি পড়ছেলােকটা চাপা গলায় বলল, কে? কে

আমি বললাম, আমার নাম হিমু। 

লােকটা কয়েক মুহূর্ত অপলকে তাকিয়ে রইল। এই কয়েক মুহূর্তে অনেককিছু ঘটে যেতে পারত সে আমার উপর ঝাপিয়ে পড়তে পারতসেটাইধাভাবিক ছিলঅস্ত্র হাতে খুনি ভয়ংকর জিনিসযে অস্ত্র মানুষের রত্র পানহিঃ বিঃ ২ 

ক্লারে সেই আন্দ্রে প্রাণপ্রতিষ্ঠা হয়সে বারবাল মুন পান করতে চায়তার ভুল 

লােকটি আমার পাশ কাটিয়ে চলে গেলআমি একই জায়গায় আরওকিমঘনা ভিয়ে থাকলাম। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১

আমি খবরের কাগজ পড়ি না পরদিন সব টা কাগজ কিনে খাটিয়েকাপড়লামকােনাে হত্যাকাণ্ডের খবর কি কাগজে উঠেছে? ঢাকা নগরীতে নিউ এলিফেন্ট রােড এবং কাটাবন এলাকার আশেপাশে কাউকে কি জবাই কলহয়েছে? না, তেমন কিছু পাওয়া গেল নাগতরাতে আমি যেজায়গায় দাড়িয়ে ছিলাম সেই জায়গায় আবার গেলামছােপ ছােপ রক্ত পড়ে আছে কি না সেটা নেয়ার কৌতুহল বস্তু দেখতে না পাওয়ারই কথাকাল রাতে অঝােরে বৃষ্টি হমেছেযেসর রাস্তায় পানি প্রত্যার কথা না সেসব রাস্তাতেও হট পানি

অনুসন্ধান আনেকের দৃষ্টি আকর্ষণ করলবাঙালির দৃষ্টি বড় কোনাে ঘটনায় আকৃষ্ট হয় না ছোট ছােট ঘটনায় আকৃষ্ট হয়একজন এসে অমায়িক ভঙ্গিতে বলল, ভাইসাহেব, কী খুঁজে কিছু খুঁজি না| ভদ্রলােক দাঁড়িয়ে গেলেনতীক্ষ্ণ দৃষ্টিতে আমার অনুসন্ধান দেখতে লাগলোতার দেখাদেখি আরাে কয়েকজন দাড়িয়ে গেলএরপর আর রক্তেরদাগ যেজা অর্থহীনআমি চলে এলামরাতের ঘটনা ভয় পাবার মতােঘটনা তাে বটেইআমি ভয় পাই নিবাবার ট্রেনিং কাজে লেগেছিলকিন্ত ভয় আমি একবার পেয়েছিলামসেই ভয়ে রীতিমতাে অসুস্থ হয়ে পড়েছিলাম আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিলভয়াবহ ধরণের ভয় যা মানুষেরবিশ্বাসের ভিত্তিমূল পর্যন্ত কাপিয়ে দেয়যে ভয়ের জন্য এই পৃথিবীতে না, অন্য কোন ভূবনেভয় পাবার সেই গল্পটি আমি বলব । 

আমার বাবা আমার জন্যে কিছু উপদেশ লিখে রেখে গেছেনসেই উপদেশগুলির একটি ভয়সম্পর্কিত। 

হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-১

একজন মানুষ তার এক জীবনে অসংখ্যবার তীব্র ভয়ের মুখােমুখি হয় তুমিও হইবেইহাই স্বাভাবিকভালো পাশ কাটাইয়া ইলার প্রবণতাও স্বাভাবিকপ্রবণতা তুমি অবশ্যই তা কৱিলে নাভয় পাশ কাটাইবার বিষয় নহেভয় অনুসন্ধানের বিষয়ঠিকমতাে এই অনুসন্ধান করিতে পারিলে জগতের অনেকঅলানা রহস্য সম্পর্কে অবগত হইলে তোমার জন্য ইহার প্রয়োজনীয়তা আছেতালে তোমারে লমিল্যা রাখি এই জাতের রহস্য পেয়াজেখোসার মতােএটিখােসা ছাড়াইয়া দেখিলে আরেকটি গোসাএমন ভাৱে চলিতে থাকিবে সলণেয়ে দেমিলে কিছুই নাইআমরা শুনা হইতে আসিয়াছি, আবার শূন্যে

 এটা বেশিএই মুহূর্তে তোমাকে বলিতে ইচ্ছা করি

 

Read More

হুমায়ন আহমেদ এর হিমুর দ্বিতীয় প্রহর খন্ড-2

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *