হুমায়ুন কবির এর জীবনী ও সাহিত্যকর্ম

হুমায়ুন কবির এর জীবনী

হুমায়ুন কবির সাহিত্য, দর্শন ও রাজনীতি চর্চার ক্ষেত্রে মুক্তবুদ্ধি ও অসাম্প্রদায়িক জীবনদৃষ্টির প্রতিভু হিসেবে পরিচিত । তাঁর পিতার নাম খান বাহাদুর কবিরুদ্দিন আহমদ । তিনি ভারত সরকারের মন্ত্রী ছিলেন ।

হুমায়ুন কবির

  • তিনি জন্মগ্রহণ করেন – ২২ ফেব্রুয়ারি ১৯০৬ সালে ।
  • কোথায় জন্মগ্রহন করেন – বাংলাদেশে ।
  • তিনি ছিলেন – ভারতীয় শিক্ষাবিদ, রাজনীতিবিদ, লেখক এবং দার্শনিক ।
  • ’নদী ও নারী’ কোন ধরনের রচনা – উপন্যাস ।
  • ’নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে – হুমায়ুন কবির ।
  • মেঘনার ঢল’ একটি – কবিতা ।
  • ’মেঘনার ঢল’ কবিতাটির লেখক – হুমায়ুন কবির ।
  • ’স্বপ্নসাধ’ একটি – কাব্যগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘স্বপ্নসাধ’ কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯২৮ সালে ।
  • ’সাথী’ কী ধরনের রচনা – কাব্য ।
  • তাঁর বিখ্যাত উপন্যাস ’নদী ও নারী’ প্রকাশিত হয় – ১৯৪৫ সালে ।
  • ’অষ্টাদশী’ কোন জাতীয় রচনা – প্রবন্ধ ।

হুমায়ুন কবির এর জীবনী

  • ’অষ্টাদশী’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে – হুমায়ুন কবির ।
  • তাঁর রচিত ‘ধারাবাহিক’ একটি – প্রবন্ধগ্রন্থ ।
  • ’অষ্টাদশী’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৩৮ সালে ।
  • ’শর‌ৎ সাহিত্যের মূল তত্ত্ব’ কোন ধরনের রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’শরৎ সাহিত্যের মূল তত্ত্ব’ প্রবন্ধগ্রন্থের রচয়িতা – হুমায়ুন কাবির ।
  • তাঁর রচিত ’বাংলার কাব্য’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’মার্কসবাদ’ কোন ধরনের রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • তাঁর রচিত ‘মার্কসবাদ’ প্রবন্ধগ্রন্থটি প্রকাশিত হয় – ১৯৫১ সালে।
  • ’শিক্ষা ও শিক্ষার্থী’ কোন জাতীয় রচনা – প্রবন্ধগ্রন্থ ।
  • ’শিক্ষা ও শিক্ষার্থী’ প্রবন্ধগ্রন্থটির রচয়িতা – হুমায়ুন কবির ।
  • কোন লেখক ভারত সারকারের মন্ত্রী ছিলেন – হুমায়ুন কবির ।
  • তিনি কোথায় মৃত্যুবরণ করেন – কলকাতা, ভারত ।
  • তিনি কখন মৃত্যুবরণ করেন – ১৮ আগস্ট ১৯৬৯ সালে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *