১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা।

বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। এদিন দলের প্রধান তারকা লিওনের মেসির একমাত্র গোলটি জয় এনে দিয়েছে দলকে। নু ক্যাম্পে রোববার আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্যারিয়ারের ৬০০তম গোলটি করলেন। পাশাপাশি চলতি মৌসুমে দল হিসেবে ১০০তম গোল পূরণ করে ফেলল কাতালানরা।

শেষ পাঁচটি লা লিগা ম্যাচের ৩টি তে ড্র করে বার্সেলোনা ৬ পয়েন্ট খুইয়েছিল। তবে ঘরের মাঠে এদিন কোনও ভুল করেনি আর্নেস্তো ভালভার্দের শীষ্যরা। লিগ টেবিলের দুই নম্বরে থাকা অ্যাটলেটিকোর বিরুদ্ধে তিন পয়েন্ট পেয়ে গেলেন ব্লাউগ্রানারা।

অন্যদিকে দিয়েগো সিমিয়োনের দলটি শেষ ৯ ম্যাচের ৮টি তেই জয় ও একটি ম্যাচে ড্র করেছিল, কিন্তু ম্যাজেস্টিক মেসির কাছে হারতে হল তাদের। ফের ফ্রি কিকে বাজিমাত বিশ্বের অন্যতম সেরা এই তারকার। এদিন খেলার শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে রেখেছিল বার্সা। ম্যাচের ২৫ মিনিটে গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এনিয়ে টানা তৃতীয় ফ্রি-কিক থেকে গোল করে গেলেন বার্সা তারকা।তবে ম্যাচ জিতলেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন বার্সা মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর চেলসির বিপক্ষে ফিরতি ম্যাচের আগে মেসির গোল নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে বার্সেলোনাকে।লা লিগার পয়েন্ট টেবিলে ২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৮ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *