এশিয়ান গেমস হকির বাছাইপর্বে আফগানিস্তানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। ‘এ’ পুলে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে ২৫-০ গোলে জিতেছে মাহবুব হারুনের দল।। ওমানের রাজধানী মাসকাটে মঙ্গলবার (১৩ মার্চ) এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই ম্যাচে বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিক করেছেন ছয়জন—আরশাদ হোসেন, রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দ্বীন মোহাম্মদ, মামুনুর রহমান ও রোমান সরকার। এর মধ্যে চারটি করে গোল করেন দ্বীন মোহাম্মদ ও রোমান সরকারের। এছাড়া জোড়া গোল করেছেন জোবায়ের হোসেন ও শিতুল ফরহাদের। অপর একটি করেন নাঈমউদ্দিন।
বাছাই পর্বে নিজেদের পুলের তিন ম্যাচই জিতল বাংলাদেশ। থাইল্যান্ডকে ৫-০ গোলে হারিয়ে এই প্রতিযোগিতা শুরু করা জিমিরা নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে জিতেছিল ৫-১ ব্যবধানে।
বাছাইপর্বের সেরা পাঁচ দল আগামী আগস্টে ইন্দোনেশিয়ার জাকার্তা এশিয়াডে খেলার সুযোগ পাবে। ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।