আন্তর্জাতিক পুরস্কার, পদক এবং সম্মাননা সমন্ধে জেনে নিন

আন্তর্জাতিক পুরস্কার, পদক এবং সম্মাননা

আন্তর্জাতিক পুরস্কার, পদক এবং সম্মাননা

বর্তমান বিশ্বে ব্যক্তি বা দলগত পর্যায়ে বিশেষ বিশেষ ক্ষেত্রে অনন্যসাধারণ অবদান, দক্ষতা, কর্মনৈপুণ্য, নতুন তত্ত্ব আবিস্কার প্রভৃতি কারণে ঐ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সম্মানিত করে পুরস্কার বা পদক প্রদান করা হয় । সমাজ সম্যতার জ্ঞান-বিজ্ঞানকে আরো ত্বরান্বিত করার জন্য কখনোবা ব্যক্তি উদ্যোগে কখনোন বা রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানো হয় । আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক এসব পদক-পুরস্কারের ক্ষেত্রে “জয়লাভই বড় কথা নয়, অংশগ্রহণই বড় কথা” ।

নোবেল পুরস্কার

  • অনন্যসাধারণ উদ্ভোবন, গবেষণা ও মানব কল্যাণমূলক কর্মকান্ডের জন্য প্রতি বছর ১০ ডিসেম্বর প্রদান করা হয় – নোবেল পুরস্কার ।
  • নোবেল পুরস্কারের প্রবর্তক – আলফ্রেড বার্নার্ড নোবেল (তিনি সুইডেনের স্টকহোম শহরে ১৮৩৩ খ্রি. ২১ অক্টোবর জন্মগ্রহণ করেন) ।
  • আলফ্রেড নোবেল যে কারণে বিখ্যাত হয়েছিলেন – তিনি ১৮৬৬ সালে ডিনামাইট আবিস্কার করেন এবং তিনি একাধারে বিখ্যাত রসায়নবিদ, প্রকৌশলী এবং অস্ত্রনির্মাতা ছিলেন ।
  • আলফ্রেড নোবেল মোট কতটি ভিন্ন ভিন্ন পেটেন্ট আবিস্কার করেন – ৩৫০ টি ।
  • তিনি “ব্রিটিশ ডায়নামাইট কোম্পানি” প্রতিষ্ঠা করেন – ১৮৭১ সালে (পরিবর্তীত নাম নোবেল’স এক্সপ্লোসিভ কোম্পানি) ।
  • আলফ্রেড নোবেল নিজের নামে পুরস্কার প্রবর্তনের জন্য তাঁর সম্পত্তির কত শতাংশ উইল করে যান? – মোট সম্পত্তির ৯৪% (৯০লক্ষ ডলার) ।
  • আলফ্রেড নোবেল যে উদ্দেশ্যে ডিনামাইট আবিস্কার করেছিলেন – ধ্বংসাত্মক কাজে ব্যবহারের জন্য ।
  • তিনি মোট কতটি বিষয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করেন? – ৫টি (পদার্থ বিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তিতে) ।
  • বিশ্বব্যপী এই পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার চালু হয় – ১৯০১ সাল থেকে (অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু হয় ১৯৬৯ সালে) ।
  • শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলো থেকে বাকি পুরস্কারগুলো স্টকহোম, সুইডেন থেকে প্রদান করা হয় ।
  • নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন – উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে ।
  • শান্তিতে নোবেল পুরস্কারের প্রার্থী নির্বাচন করেন – ‘নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট’ ।
  • অর্থনীতিতে নোবেল পুরস্কারের প্রার্থী নির্বাচন করেন – ‘রয়্যাল সুইডিশ একাডেমী অব সায়েন্সস’ ।
  • এক বিষয়ে সর্বোচ্চ কতজনকে এই পুরস্কারের জন্য মনোনীত করা যায় – সর্বোচ্চ তিন জনকে ।
  • প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গ হলেন – পদার্থ: উইলহেম রন্টজেন (জার্মানি), রসায়ন: জ্যাকোবাস ভ্যান্ট হফ (নেদারল্যান্ডস),   চিকিৎসা : এমিল বিহরিং (জার্মানি),   সাহিত্য : কবি সুলি প্রুধোম (ফ্রান্স),       শান্তি : হেনরি ডুনান্ট (সুইজারল্যান্ড) ও ফেডরিক প্যাসি (ফ্রান্স),   অর্থনীতি :  রাগনার ফ্রিশ (নরওয়ে) ও জ্যান টিনবারজেন (নেদারল্যান্ড) ।

নোবেল পুরস্কার

  • এ উপমহাদেশ থেকে এ যাবৎ নোবেল পুরস্কার লাভ করেছেন – মোট ১১ জন ।
  • এশিয়া তথা উপমহাদেশের প্রথম নোবেল বিজয়ী – রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সালে) ।
  • নোবেল পুরস্কার বিজয়ী দ্বিতীয় ভারতীয় – সিভি রমন (১৯৩০ সালে পদার্থ বিজ্ঞানে) ।
  • হরগোবিন্দ খোরানা যে বিষয়ে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার লাভ করেন – জেনেটিক কোড আবিস্কারের জন্য (চিকিৎসা বিজ্ঞানে, ১৯৬৮ সালে) ।
  • নোবেল পুরস্কার বিজয়ী প্রথম এশীয় নারী – মাদার তেরেসা (শান্তিতে, ১৯৭৯ সালে) ।
  • বিশিষ্ট অর্থনীতিবীদ অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন – দারিদ্র্য ও দুর্ভিক্ষ নিয়ে গবেষণার জন্য ১৯৯৮ সালে, (কল্যাণ অর্থনীতির জন্য) ।
  • সুব্রাহ্মনিয়াম চন্দ্রশেখর ছিলেন – বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী যিনি ১৯৮৩ সালে পদার্থে নোবেল পুরস্কার লাভ করেন ।
  • প্রফেসর ড. মুহম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন – ২০০৬ সালে শান্তিতে (ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক) ।
  • মালালা ইউসুফজাই (পাকিস্তান) ও কৈলাস সত্যার্থী (ভারত) নোবেল পুরস্কার লাভ করেন – ২০১৪ সালে শান্তিতে (শিশু নির্যাতন বন্ধ ও তাদের অধিকার রক্ষায় অবদান রাখার জন্য) ।
  • সর্বমোট কতজন বাঙালি নোবেল পুরস্কার লাভ করেছেন – সর্বমোট ৩ জন ।
  • প্রথম নোবেল পুরস্কার বিজয়ী নারী – ম্যারি কুরি, পোল্যান্ড (১৯০৩ সালে, তেজষ্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য পদার্থ বিজ্ঞানে নোবেল পান) ।
  • পোল্যান্ডের বিখ্যাত কুরি পরিবারের মোট কত জন নোবেল পুরস্কার লাভ করেন – ৪ জন (মাদাম কুরী, পিয়েরে কুরী, ইরিন জুলি কুরী ও ফ্রেডারিক জুলি) ।
  • যে বিজ্ঞানী পদার্থ ও রসায়ন শাস্ত্রে মোট দুবার নোবেল পুরস্কার লাভ করেন – মেরি কুরি (১৯০৩ ও ১৯১১ সালে) ।
  • নোবেল পুরস্কার বিজয়ী পিতা, মাতা ও কন্যা যথাক্রমে – পিয়েরে কুরী, মেরী কুরী ও জুলিও কুরী ।

নোবেল পুরস্কার

  • স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখান করেছেন – ১৯৬৪ সালে জ্যাঁ পল সার্ত্রে এবং শান্তিতে নোবেল প্রত্যাখান করেন লি ডাক থো (১৯৭৩ সালে, ভিয়েতনাম) ।
  • সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন – বরিস পাস্তেরনাক (রাশিয়া, ১৯৫৮ সালে) ।
  • যে মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন – মিশরের আনোয়ার সাদাত (১৯৭৮ সালে, শান্তিতে) ।
  • সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম মুসলিম – মিশরের নাগিব মাহফুজ (১৯৮৮ সালে) ।
  • মুসলিম নারী হিসেবে সর্বপ্রথম শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন – ইরানের মানবাধিকার কর্মী শিরিন এবাদি (২০০৩ সালে) ।
  • ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া তাওয়ক্কুল কারমান কোন দেশের নাগরিক – ইয়েমেন ।

নোবেল পুরস্কার

  • অর্থনীতিতে নোবেল জয়ী একমাত্র মহিলা – ইলিনর অস্ট্রিম (২০০৯ সালে, যুক্তরাষ্ট্র) ।
  • সাহিত্যে নোবেল পুরস্কার লাভকারী প্রথম নারী – সেলমা লাগেরলফ (১৯০৫ সালে, অস্ট্রিয়া) ।
  • আফ্রিকা মহাদেশ হতে প্রথম নারী নোবেল পুরস্কার লাভ করেন – ওয়ানগারি মাথাই (২০০৪ সালে, কেনিয়া) ।
  • চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম নারী – গার্টি কোরি (১৯৪৭ সালে, যুক্তরাষ্ট্র) ।
  • জাতিসংঘের যে অঙ্গ সংগঠনটি প্রথম নোবল পুরস্কার লাভ করেন – জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR) ১৯৫৪ ও ১৯৮১ সালে ।
  • জাতিসংঘের ২য় মহাসচিব দ্যাগ হামারশোল্ড নোবেল পুরস্কার লাভ করেন – ১৯৬৫ সালে, শান্তিতে (শিশুদের নিয়ে কল্যাণমুখী ভূমিকার জন্য) ।
  • আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) শান্তিতে নোবেল পুরস্কার পায় – ১০৬৯ সালে ।
  • আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে – ২০০৫ সালে (এর তৎকালিন মহাসচিব এল বারাদি যৌথভাবে) ।
  • ২০১২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন – European Union (EU).
  • জাতিসংঘের আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল (IPCC) নোবেল শান্তি পুরস্কার লাভ করে – ২০০৭ সালে ।
  • জাতিসংঘের রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন – ২০১৩ সালে ।
  • প্রথম ফিলিস্তিনি মুসলমান হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন – ইয়াসির আরাফাত (১৯৯৪ সালে) ।
  • আন্তর্জাতিক রেডক্রস কমিটি (ICRC) যত বার নোবের পুরস্কার লাভ করে – তিন বার (১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে) শান্তিতে ।
  • সাহিত্যে মরণোত্তর একমাত্র নোবেল বিজয়ী – এরিক কে কার্লফেন্ট (১৯৩১ সালে, সুইডেন) ।
  • রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন – উইনস্টন চার্চিল (১৯৫৩ সালে ‘The History of Second world War‘ গ্রন্থের জন্য) ।
  • দার্শনিক হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন – বার্ট্রান্ড রাসেল (১৯৫০ সালে) ।
  • আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠাতা নেলসন ম্যান্ডেলা নোবেল পুরস্কার লাভ করেন – ১৯৯৩ সালে, শান্তিতে ।
  • দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিতে নোবেল জয়ী ড. মুহম্মাদ ইউনুস কততম – দ্বিতীয় ।

নোবেল পুরস্কার

  • আমেরিকার ৪৪ তম প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন -২০০৯ সালে ।
  • বিশিষ্ট আমেরিকান পপ গায়ক বব ডিলান সাহিত্যে নোবেল পুরস্কার পান – ২০১৬ সালে ।
  • গুন্টার গ্রাস নোবেল পান – ১৯৯৯ সালে, সাহিত্যে ।
  • ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন – কলম্বিয়ার নাগরিক ম্যানূয়েল সান্তোস ।
  • মিয়ানমারের গণতন্ত্রী নেত্রী হিসেবে খ্যাত বর্তমান সরকার প্রধান অংসাংন সুচি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন – ১৯৯১ সালে ।
  • কলম্বিয়ান গ্যাব্রিয়ের গার্সিয়া সার্কেজ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন – ১৯৮২ সালে (‘ওয়ান হান্ডেড ইয়ারস অব সলিচ্যুড’ গ্রন্থের জন্য) ।
  • মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন – ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২ সালে) ।

নোবেল পুরস্কার

  • যুক্তরাষ্ট্রের ৩৯ তম প্রেসিডেন্ট জিমি কার্টর শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন – ২০০২ সাল ।
  • আইরিশ ফরাসি নাট্যকার রোমাঁ রোলা সাহিত্যে নোবেল পুরস্কার পান – ১৯১৫ সালে ।
  • মার্কিন ঔপন্যাসিক পার্ল সিডেন স্টিকার বাক নোবেল পুরস্কার পান – ১৯৩৮ সালে ।
  • বিশ শতকের ফিকশনকর্মী মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে, সাহিত্যে, নোবেল পান – ১৯৫৪ সালে ।
  • টি এস এলিয়ট সাহিত্যে নোবেল লাভ করেন – ২০১৭ সালে ।
  • জাপানি বংশোদ্ভুত ব্রিটিশ ঔপন্যাসিক কাজুও ইশিগুরো সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন – ২০১৭ সালে ।
  • ২৬ তম মার্কিন প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট জুনিয়র, শান্তিতে নোবেল পুরস্কার পান – ১৯০৬ সালে ।
  • Ican/International campaign to abolish nuclear weapons, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন – ২০১৭ সালে ।
  • সারকাডিয়ান রিদম নিয়ন্ত্রণে আণবিক প্রক্রিয়াগুলো আবিষ্কারের জন্য ২০১৭ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার লাভ করেন – মার্কিন চিকিৎসক মাইকেল ডব্লিউ ইয়ং ।
  • অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে মনস্তত্বের প্রভাব নিয়ে গবেষণার জন্য ২০১৭ সালে অর্থনীতিতে নোবেল লাভ করেন – মার্কিন অর্থনীতিবীদ থেলার ।
  • ৮০ লাখ সুইডিশ ক্রোনার এই মূল্যবান পুরস্কার কোন বছর প্রদান করা হয়নি – ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২ সালে (বিশ্বযুদ্ধের কারণে) ।

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ও পুলিৎজার পুরস্কার

  • এশিয়ার নোবেল হিসেবে খ্যাত ম্যাগসেসে পুরস্কার চালু হয় – ১৯৫৭ সালে (ফিলিপাইনের তৃতীয় প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামানুসারে) ।
  • ৫০ হাজার মার্কিন ডলার মূল্যমানের এই পুরস্কার মোট কতটি বিষয়ে প্রদান করা হয় – মোট ৬টি বিষয়ে ।
  • যেসব বিষয়ে ম্যাগসেসে পুরস্কার প্রদান করা হয় – সাংবাদিকতা, শান্তি ও আন্তর্জাতিম সমঝোতা, সামাজিক নেতৃত্ব, সরকারি সেবা, বেসরকারি সেবা, উদীয়মান নেতৃত্ব এবং সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ ।
  • বাংলাদেশ হতে মোট যতজন এই ম্যাগসেসে পুরস্কার লাভ করেছে – সর্বমোট ১২ জন (সবশেষ সৈয়দ রিজওয়ান হাসান ২০১২ সালে) ।
  • ম্যাগসেসে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশিদের মধ্যে উল্লেখযোগ্য – স্যার ফজলে হাসান আবেদ, ড. মুহম্মাদ ইউনুস, আব্দুলাহ আবু সায়ীদ, মতিউর রহমান প্রভৃতি ।
  • যুক্তরাষ্ট্রের সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামানুসারে যে পুরস্কার পবর্তন করা হয় – পুলিৎজার পুরস্কার ( ১৯১৭ সাল থেকে চালু হয়) ।
  • যেসব বিষয়ে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় – সাংবাদিকতার ১৪টি, সাহিত্যে ৬টি এবং সঙ্গীতে ১টি ।
  • ১০ হাজার ডলার ও স্বর্ণপদক বিশিষ্ট এই পুরস্কারটি প্রদান করে – আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ।

 

বুকার, ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার এবং অ্যাবেল পুরস্কার

  • ব্রিটেনের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার – বুকার পুরস্কার (১৯৫৯ সালে প্রবর্তন হয়) ।
  • ৫০ হাজার পাউন্ড মূল্যমানের বুকার পুরস্কারটি ২০১৭ সালে লাভ করেন – মার্কিন লেখক জর্জ সন্ডার্স (Lincoln in the Bardo ….. নামক উপন্যাসের জন্য) ।
  • ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার প্রদান করা হয় – ২০০৫ সালে (শুধুমাত্র জীবিত লেখকদের দেওয়া হয়) ।
  • ২০১৭ সালে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কারটি লাভ করেন – ইসরাইলের লেখক ডেভিড গ্রসম্যান (তাঁর ‘A Horse walk into a Bar’ উপন্যাসের জন্য) ।
  • গণিতের নোবেল খ্যাত অ্যাবেল পুরস্কার চালু হয় – ২০০৩ সাল হতে (নরওয়ে অ্যাকাডেমি অব সায়েন্স এ্যান্ড লেটারস’ এই পুরস্কার প্রদান করে) ।
  • বিখ্যাত গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামে প্রচলিত এই পুরস্কারটি ২০১৭ সালে লাভ করেন – ফ্রান্সের জ্যঁ-পিয়েরে সেরে ।

 

অস্কার পুরস্কার, কান চলচ্চিত্র পুরস্কার ও মিস ওয়ার্ল্ড

  • বিশ্বের চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ পুরস্কার ‘অস্কার’ চালু হয় – ১৯২৮ সাল থেকে হবে আনুষ্ঠানিকভাবে চালু হয় ১৯২৯ সালে ।
  • অস্কার পুরস্কার (অ্যাকাডেমি অ্যাওয়ার্ড) প্রবর্তন করেন – “অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স” (হলিউড কর্তৃপক্ষ ‍যুক্তরাষ্ট্র) ।
  • মোট কতটি ক্যাটাগরিতে ‘অস্কার পুরস্কার’ প্রদান করা হয় – ২৪টি ক্যাটাগরিতে ।
  • সবচেয়ে বেশি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার লাভ করে – বেনহুরা (১৯৬০), টাইটানিক (১৯৯৮), ও দি লর্ড অব দ্য রিংস- দি লর্ড অব দ্য কিং (২০০৪) চলচ্চিত্রগুলোই ১১টি ক্যাটাগরিতে পুরস্কার লাভ করে ।

কান চলচ্চিত্র পুরস্কার ও মিস ওয়ার্ল্ড

  • ২০১৮ সালে সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালকের জন্য অস্কার পুরস্কার লাভ করেন – ‘দ্য শেপ অব ওয়াটার’ এবং পরিচালক গুইলারমো দেল তোরো ।
  • প্রথম বাংলাদেশী হিসেবে অস্কার পুরস্কার লাভ করেন – নাফিস বিন জাফর (২০০৭ সালে, বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে) ।
  • ২০১৮ সালে ৭১ তম কান চলচ্চিত্র পুরস্কার লাভ করে – জাপানি চলচ্চিত্র ‘শপলিফটারস’ (পরিচালক- হিরোকাজু কোরি এদার) ।
  • পৃথিবীর সবচেয়ে পুরনো ও প্রধান আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা নাম – মিস ওয়ার্ল্ড (১৯৫১ সাল থেকে চালু করেন যুক্তরাজ্যের এরিক সোর্লে) ।
  • ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেন – ভারতের মানুষী ছিল্লার ।

 

কিং ফয়সাল পুরস্কার ও অন্যান্য আন্তর্জাতিক পুরস্কার

  • বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার চালু হয় – ১৯৭৯ সালে (মোট ৫ টি বিষয়ের উপর এর পুরস্কার প্রদান করা হয় ) ।
  • যে ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেওয়া হয় – স্থাপত্য শিল্পে অবদানের জন্য ।
  • ফ্রান্সের বৈজ্ঞানিক জুলিও কুরির নামানুসারে প্রবর্তিত ‘জুলিও কুরি শান্তি’ পুরস্কার প্রথম যে বাংলাদেশী লাভ করে – ১৯৭২ সারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।
  • গুসি শান্তি পুরস্কার প্রদান করা হয় – ফিলিপাইন হতে ( ২০০২ সালে প্রবর্তিত হয় ) ।
  • গুসি শান্তি পুরস্কার প্রাপ্ত বাংলাদেশিদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য – শাইখ সিরাজ, আতিউর রহমান, আবদুল হাসান নোমান প্রভৃতি ।
  • মার্কিন ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকর্তৃক প্রদত্ত পদক “দ্য মেডেল অব ফ্রিডম’ প্রদান করা হয় যে ক্ষেত্রে অবদানের জন্য – ‘বিশ্ব শান্তি’ স্থাপনের জন্য ।
  • যে সংস্থা মানবাধিকার এবং গণতন্ত্রের অবদানের জন্য – `Sakharav prize for freedom of Thought’ পুরস্কার দিয়ে থাকে ইউরোপীয় পার্লামেন্ট

Read More

ব্যাংকার্স সিলেকশন কমিটি (BCS) সহ সকল ব্যাংক-বিমা কর্মকর্তা নিয়োগ টিপস (পর্ব-২)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *