আমিই মিসির আলি-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

আমিই মিসির আলি

জ্বি নাসন্ধ্যার পর আমি কিছু খাই নাআগে পানি, চাকফি খেতামএখন তাও নাসূর্য ডুবল মানে আমার খাওয়ার পর্ব শেষ। 

মিসির আলি একবার ভাবলেন জিজ্ঞেস করেনসূর্য ডােবার পর কেন খান 

শেষ পর্যন্ত প্রশ্নটা করলেন নাসূর্য ডােবার পর খাদ্য গ্রহণ না করার পেছনে ভদ্রলােকের নিশ্চয়ই কিছু যুক্তি আছেসেইসব যুক্তি তিনি যদি অন্যদের জানাতে চান প্রশ্ন না করলেও জানাবেন। 

সূর্য ডােবার পর আমি খাওয়া বন্ধ করে দিয়েছি কেন জানেন? না জানি নাসরি, আমি আপনাকে খুবই বােকার মতাে প্রশ্নটা করলামসন্ধ্যার পর আমি কেন কোনাে খাদ্য গ্রহণ করি না সেটা তাে আপনার জানার কথা নাতবে আপনার লজিকেল ডিডাকসানের যে ক্ষমতা আপনি নিশ্চয়ই বের করে ফেলেছেন

আমি কিছু বের করি নি। 

আমিই মিসির আলি-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

স্যার আপনি খাওয়া শুরু করুনসব টেবিলে দেয়া আছেআপনি খেতে থাকুনআমি গল্পটা বলিএক রাতে খেতে বসেছি; হঠাৎ মনে হলাে পৃথিবীর পশু পাখিকীট পতঙ্গ কোনাে কিছুই রাতে খাদ্য গ্রহণ করে নাজীব জগতের নিয়মই হলাে রাতে খাদ্য গ্রহণ না করাএমনকি উদ্ভিদও সূর্যের আলাে নিয়ে খাদ্য তৈরি করে দিনে, রাতে নাআর আমরা মানুষরা জীব জগতের সমস্ত নিয়ম ভঙ্গ করে রাতে খাদ্য গ্রহণ করছি

এটা তাে ঠিক হচ্ছে নাতারপর থেকে সূর্য ডােবার পর ফুড ইনটেক পুরােপুরি বন্ধ করে দিলামপ্রথম কিছুদিন কষ্ট হয়েছেএখন আর হচ্ছে নাএখন ভালাে আছি। শরীর খুবই ফিটযার সঙ্গেই দেখা হয় তাকেই গল্প বলার ছলে বলতে চেষ্টা করিসূর্য ডােবার পর খাদ্য গ্রহণ করা ঠিক না। 

মিসির আলি প্লেটে ভাত নিতে নিতে বললেন, জীব জগতের কেউই রাতে খাবার খায় না

বাদুর আর পেঁচা খায়। এরা নিশাচর এদেরটা হিসেবে ধরছি নাআমি যে বকবক করছি আপনি বিরক্ত হচ্ছেন না তাে

বিরক্ত হচ্ছি না। 

আমিই মিসির আলি-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

প্রথম দফাতে অনেক বিরক্ত করে ফেলেছিআর করব নাআপনি খাওয়াদাওয়া শেষ করে বিশ্রাম করুনআমি বইয়ে পড়েছি আপনি একা খেতে পছন্দ করেনসবকিছু দেয়া আছেআপনি খানআমি পাশের ঘরেই থাকব। 

কোনাে দরকার হলে ডাকবেন। 

মিসির আলি ব্ৰিত গলায় বললেন, আমার একা খাওয়াটা কোনাে নিয়মের কারণে নাএকা থাকি বলেই একা খাই। 

একা খেয়ে আপনার অভ্যাস হয়ে গেছেহঠাৎ করে এই অভ্যাস ভাঙানাে ঠিক হবে নাআপনি খাওয়া শেষ করুনতখন শুভ রাত্রি জানানাের জন্য 

আসব আপনাকে খুব স্পেশাল ডেজার্টও খাওয়াব। 

খাবার আয়ােজন বেশি নাআলু ভাজা, মুগের ডাল, করলা ভাজি, বেগুন ভাজি, সজনের ঝােল, পটলের ঝােল এবং ডাল সবই নিরামিশএকটা বাটিতে ঘি, অন্য একটা বাটিতে তেতুলের আচারমিসির আলি অত্যন্ত তৃপ্তি করে খেলেনলিলি মেয়েটির রান্নার হাত যে অসাধারণবিষয়ে কোনাে সন্দেহই নেই

এত অল্প সময়ে এতগুলি পদ সামনে দেয়া সহজ ব্যাপার নামেয়েটার অসুস্থতার ব্যাপারটি এখনাে মিসির আলির কাছে পরিষ্কার হয় নিতাঁর কাছে মনে হচ্ছে মেয়েটাকে যেকোনাে কারণেই হােক তার সামনে আসতে দেয়া হচ্ছে না, কিংবা সে নিজেই আসছে নাএই মুহূর্তে ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছা করছে না। 

আমিই মিসির আলি-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

মিসির আলি খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই সুলতান ঢুকলতাঁর হাতে কাচের মুখ খােলা বােয়ম এবং একটা চামচসে কি আড়াল থেকে মিসির আলির খাওয়া দেখছিল ? তা না হলে খাওয়া শেষ হওয়া মাত্র তার উপস্থিত হওয়াটা সম্ভব না। 

স্যার আপনার ডেজার্টঅনেক রকম ডেজার্ট খেয়েছেন, এটাও খেয়ে দেখুনআপনাকে মেপে মেপে দুচামচ দেবদু চামচের বেশি খাওয়া ঠিক হবে নাতবে আপনার যদি আরাে খেতে ইচ্ছে করে, তাহলে খাবেনসাধারণত দুচামচের বেশি খেতে ইচ্ছা করে না। 

সােনালি রঙের ঘন তরল পদার্থহারিকেনের আলােয় ঝিকঝিক করে জ্বলছে সুলতান বলল, তর্জনীতে মাখিয়ে মাখিয়ে মুখে দিনএইভাবেই খাওয়ার নিয়ম। 

মিসির আলি বললেন, জিনিসটা কি মধু ? জ্বি মধুবিশেষ কোনাে মধু

অবশ্যই বিশেষ মধুচাকভাঙা মধুএই বাক্যটা নিশ্চয়ই শুনেছেনএটা এলো চাকভাঙা মধুসুন্দরবনের মধুয়ালীরা মার্চএপ্রিল মাসে এই মধু সগ্রহ করেএই সময় খলসা ফুল ফুটেমৌমাছিরা খলসা ফুল থেকে মধু জমা করেকেওরা ফুলের মধুও আছেসেটাও খারাপ নাতবে খলসা ফুলের মতাে ভালাে 

মধু পৃথিবীর আর কোথাও আছে বলে আমি মনে করি না। 

আমিই মিসির আলি-পর্ব-(১০)-হুমায়ূন আহমেদ

মিসির আলি আঙুলে মধু মাখিয়ে মুখে দিলেনতিনি বিশেষ কোনাে পার্থক্য অনুভব করতে পারলেন নাঘন মিষ্টি সিরাপে হালকা ফুলের গন্ধ। 

অন্য মধুর সঙ্গে পার্থক্য বুঝতে পারছেন? | নামধু আমি খাই নাযারা নিয়মিত খায় তারা হয়তাে পার্থক্যটা ধরতে পারবেআমি পারব না। 

আপনিও পারবেনআমার কাছে এই মুহূর্তে আট রকমের মধু আছেঅস্ট্রেলিয়ান মধু, কানাডার মধু, আয়ারল্যান্ডের মধু এবং পাঁচ রকমের সুন্দরবনের মধুসব আপনাকে খাওয়াবআপনি নিজেই পাথর্ক্য ধরতে পারবেনআপনি যখন বাড়ি থেকে বিদায় নেবেন তখন আপনি মােটামুটিভাবে একজন মধু বিশেষজ্ঞ। 

মিসির আলি মধু শেষ করে উঠে দাঁড়ালেন। 

সুলতান বলল, যান শুয়ে পড়ুন। সকালবেলা নাশতা খেতে খেতে আগামী কয়েক দিনের প্রােগ্রাম সেট করে ফেলব। 

আচ্ছা। 

পনি খাবার অভ্যাস আছে

কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে দেখুনকাঁচা সুপারিতে এলকালয়েড আছেএই এলকালয়েড স্নায়ুর উপর কাজ করেশরীরে হালকা ঝিম ঝিম ভাব নিয়ে আসেইন্টারেস্টিং সেনসেশন। 

মিসির আলি কাঁচা সুপারির একটা পান মুখে দিলেনসুলতান বলল, আপনার ঘর পাল্টে দিয়েছি। কার্বলিক এসিডের গন্ধ আপনার কাছে বিরক্তিকর এটা জানতাম নাএই ঘরটায় কার্বলিক এসিড দেয়া হয় নি। 

দোতলায় সাপ কি সত্যি আছে ?

 

Read more

আমিই মিসির আলি-পর্ব-(১১)-হুমায়ূন আহমেদ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *