আলাউদ্দিন আল আজাদ এর জীবনী ও সাহিত্যকর্ম্য

 

ধর্মান্ধতা আমাদের সমাজজীবনে যে কতটা গভীরে প্রবেশ করেছে এবং এই কুসংস্কারাচ্ছন্ন সমাজ থেকে আমরা যেন কোনো ভাবেই বের হতে পারছি না, আর এই বিষয়গুলোই নিখুতভাবে ‍তুলে ধরেছেন বিশিষ্ট কথাশিল্পী, প্রাবন্ধিক আলাউদ্দিন আল আজাদ ।আলাউদ্দিন আল আজাদ

নরসিংদীর বিশিষ্ট সমাজপতি গাজী আব্দুস সোবহান ও জামিলা আজাদের সন্তান ছিলেন তিনি । সমাজের নিম্নবিত্ত মানুষের বাঁচা মরার জীবন সংগ্রামকে ফুটিয়ে তুলেছেন তাঁর সাহিত্যকর্মে ।

আলাউদ্দিন আল আজাদ এর জীবনী

  • বিশিষ্ট এই সাহিত্য সমালোচক জন্ম গ্রহণ করেন – ১৯৩২ সালের ৬ মে, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামে ।
  • আলাউদ্দিন আল আজাদের শিক্ষা জীবন – নারায়নপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি (১৯৪৭), ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে এইচএসসি (১৯৪৯), ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাংলাতে অনার্স মাস্টার্স (১৯৫৪) ।
  • তিনি যে যে প্রতিষ্ঠানে কর্মে আসীন ছিলেন – জগন্নাথ কলেজ (১৯৫৬-৬১), এম সি কলেজ (১৯৬২-৬৮), চট্টগ্রাম সরকারি কলেজ (১৯৬৪-৬৭), ঢাকা কলেজ (১৯৭৪-৭৫) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক থাকাকালীন পদত্যাগ ।

আলাউদ্দিন আল আজাদ এর জীবনী

  • আলাউদ্দিন আল আজাদ যে প্রতিষ্ঠান হতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন – লন্ডন বিশ্ববিদ্যালয় হতে (ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবন ও কবিতা বিষয়ে গবেষণা করে ১৯৭০ সালে) ।
  • তাঁর প্রথম রচিত গল্পগ্রন্থের নাম – জেগে আছি (প্রকাশিত হয় ১৯৫০ সালে) ।
  • আলাউদ্দিন আল আজাদের ছোটগল্পের মধ্যে রয়েছে – ধানকন্যা (১৯৫১), মৃগনাভি (১৯৫৩), অন্ধকার সিঁড়ি, উজান তরঙ্গে যখন সৈকত, আমার রক্ত আমার স্বপ্ন, জীবন জমিন প্রভৃতি ।
  • তাঁর বিখ্যাত গল্পগুলোর মধ্যে রয়েছে – মাঝি, ঠাণ্ডা ভাত, নোনা, বৃষ্টি, শীষ ফোটার গান, কয়লা কুড়ানীর দল, আমাকে একটি ফুল দাও (মুক্তিযুদ্ধভিত্তিক) প্রভৃতি ।
  • মহান একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে তিনি যে কবিতাটি রচনা করেন – ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি (স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো চারকোটি পরিবার, খাড়া রয়েছি তো!—) ।
  • পাকিস্তান পুলিশ কর্তৃক শহিদ মিনার ভেঙে ফেলার প্রতিবাদস্বরূপ তাঁর রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটি যে কাব্যের অন্তর্গত – ‘মানচিত্র’ কাব্যের (কাব্যটি ১৯৬১ সালে প্রকাশিত হয়) ।
  • আলাউদ্দিন আল আজাদের অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে – লেলিহান পাণ্ডুলিপি, সাজঘর, ভোরের নদীর মোহনায় জাগরণ, নিখোঁজ সনেটগুচ্ছ, শ্রেষ্ঠ কবিতা প্রভৃতি ।
  • ‘নরকে লাল গোলাপ’ আলাউদ্দিন আল আজাদের যে শ্রেণির রচনা – মুক্তিযুদ্ধভিত্তিক নাটক (নাটকটি ১৯৭২ সালে প্রকাশিত হয়) ।

আলাউদ্দিন আল আজাদ এর জীবনী

  • তাঁর অন্যান্য বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে – মরক্কোর যাদুকর, মায়াবী প্রহর, ইহুদির মেয়ে, নিঃশব্দ যাত্রা, ধন্যবাদ হিজল কাঠের নৌকা প্রভৃতি ।
  • বাংলাদেশের সিলেট জেলার চা শ্রমিকদের জীবন কাহিনি নিয়ে আলাউদ্দিন আল আজাদের যে উপন্যাস অবলম্বনে ‘বসুন্ধারা’ নামে সুভাষ দত্ত চলচ্চিত্র নির্মাণ করেন – ‘তেইশ নম্বর তৈলচ্চিত্র’ অবলম্বনে ।
  • ‘তেইশ নম্বর তৈলচ্চিত্র’ উপন্যাসটি প্রকাশিত হয় – ১৯৬০ সালে ‘পদক্ষেপ’ নামক পত্রিকায় ।
  • জাহেদ, জামিল, মীর যে উপন্যাসের চরিত্র – প্রথম প্রকাশিত ‘তেইশ নম্বর তৈলচিত্র’, উপন্যাসের চরিত্র ।

আলাউদ্দিন আল আজাদ এর জীবনী

  • চাকমা সম্প্রদায়ের জীবন কাহিনি অবলম্বনে আলাউদ্দিন আল আজাদ যে উপন্যাসটি রচনা করেন – ‘কর্ণফুলী’ উপন্যাস ।
  • ‘কর্ণফুলী’ উপন্যাসের প্রধান প্রধান চরিত্রগুলোর মধ্যে রয়েছে – রাঙালিমা, দেওয়ানপুত্র, ইসমাইল, জলি, রমজান প্রভৃতি (উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬২ সালে) ।
  • ‘কর্ণফুলী’ উপন্যাসের জন্য আলাউদ্দিন আল আজাদ যে সাহিত্য পুরস্কার লাভ করেন – ইউনেস্কো সাহিত্য পুরস্কর ।
  • লেখকের অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে – শীতের শেষরাত বসন্তের প্রথম দিন (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), খসড়া কাগজ (১৯৮৬), শ্যাম ছায়ার সংবাদ, ক্যাম্পাস, স্বাগতম ভালবাসা, পুরানা পল্টন, জোৎস্নার অজানা জীবন, স্বপ্নশীলা প্রভৃতি ।
  • ‘ফেরারী ডায়েরী’ শিল্পীর সাধনা, তাঁর যে শ্রেণির সাহিত্যকর্ম – প্রবন্ধগ্রন্থ ।
  • তিনি যে যে পুরস্কার লাভ করেন – বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৭৭), একুশে পদক (১৯৮৬), শেরে বাংলা সাহিত্য পুরস্কার, দেশবন্ধু চিতরঞ্জন দাস স্বর্ণ পদক (১৯৯৪) প্রভৃতি ।
  • ভাষা আন্দোলনের এই সক্রিয় সৈনিক ও সাহিত্যিক কবে ইহলোক ত্যাগ করেন – ২০০৯ সালের ৩ জুলাই ।

 

Read More

আখতারুজ্জামান  ইলিয়াস এর জীবনী

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *